ADVERTISEMENT

Simple One Electric Scooter : এই ইলেক্ট্রিক স্কুটার দিচ্ছে ২১২ কিমি মাইলেজ

ভারতের দীর্ঘতম রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল Simple One Electric Scooter, দেখে নিন বিস্তারিত

ADVERTISEMENT

অবশেষে প্রায় দেড় বছরের প্রতিক্ষার অবসান ঘটিয়ে ব্যাঙ্গালুরুর স্টার্টআপ কোম্পানি সিম্পল এনার্জি (Simple Energy) লঞ্চ করলো তাদের সিম্পল ওয়ান (Simple One) ইলেক্ট্রিক স্কুটারটি। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে প্রথম্বার এই স্কুটার টি আত্মপ্রকাশ করেছিল, কিন্তু আজকের লঞ্চ হওয়া এই মডেল টি হচ্ছে এটিরই চূড়ান্ত ভার্সন। উৎপাদনকারী সংস্থার তরফে জানান হয়েছে যে একবার চার্জে দিলে ২১২ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে এই স্কুটারটি তে, তাই বলা যেতেই পারে Simple One Electric Scooter টি স্কুটার এর জগতে বাজিমাৎ করে ফেলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

ADVERTISEMENT

Simple One Electric Scooter Delivery Date : অর্ডার করলে কবে নাগাদ পাওয়া যাবে ডেলিভারি

Simple One Electric Scooter Booking ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এর ডেলিভারি পেতে বেশিদিন অপেক্ষা করতে হবে না ক্রেতাদের বলে নিশ্চিত করেছে সংস্থা। আগামী ৬ জুন থেকে ইকো-ফ্রেন্ডলি এই স্কুটারটি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে।সংস্থা এও জানিয়েছে যে, শুরুতে কেবলমাত্র বেঙ্গালুরুতেই ডেলিভারি দেওয়া হবে এই স্কুটার এর, তারপর ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও শুরু হবে ডেলিভারির কাজ।

Simple One Electric Scooter : এই স্কুটার এর স্পেসিফিকেশন, ফিচার্স ও কালার সম্পর্কে জেনে নেওয়া যাক

  • IP67 ও AIS 156 সুরক্ষার মাপকাঠি মেনে তৈরি এই স্কুটার টিতে সেভেন লেয়ার প্রোটেকশন সিস্টেম দেওয়া হয়েছে।
  • এতে দেওয়া হয়েছে একটি ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক (একটি রিমুভেবল এবং অপরটি ফিক্সড)। যার ক্ষমতা পূর্বে ঘোষিত ব্যাটারির (৪.৮ কিলোওয়াট আওয়ার) তুলনায় ০.২ কিলোওয়াট আওয়ার বেশি।
  • একবার সম্পূর্ণ চার্জে ২১২ কিমি (পরীক্ষিত) মাইলেজ প্রদান করবে বলে দাবি করেছে সিম্পল এনার্জি।
  • Simple One Electric Scooter টির ওজন করা হয়েছে ১৩৪ কেজি।
  • এই স্কুটার এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটার এবং এটি ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ ২.৭৭ সেকেন্ড তুলতে সক্ষম।
  • এই স্কুটার এ ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টেলিম্যাটিক্স, রাইড স্ট্যাটিসটিক্স, ব্লুটুথ কানেক্টিভিটি, ওটিএ আপডেট ইত্যাদি ফিচার্স দেওয়া হয়েছে।
  • গাড়ির সাথে প্রদান করা ৭৫০ ওয়াটের ব্যাটারি দ্বারা এই স্কুটার টিকে ৫ ঘণ্টা ৫৪ মিনিটে ৮০% চার্জ করা যাবে। আবার ফাস্ট চার্জার দ্বারা ১.৫ কিলোমিটার প্রতি মিনিট হারে চার্জ হবে ব্যাটারিটি।
  • Simple One Electric Scooter ৪টি ভিন্ন কালারে পাওয়া যাবে – ব্রাজেন ব্ল্যাক, গ্রেস হোয়াইট, নাম্মা রেড, অ্যাজুর ব্লু।
  • Simple One Electric Scooter এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে সিম্পল এনার্জির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিন ‘এখানে ক্লিক করে

Simple One Electric Scooter Price : এই স্কুটার এর দাম জেনে নেওয়া যাক

Simple One Electric Scooter এর প্রথম বের হওয়া ভার্সনটির দাম ছিল প্রায় ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম), কিন্তু এর চূড়ান্ত ভার্সনটির দাম রাখা হয়েছে ১.৪৫ থেকে ১.৫০ লক্ষের মধ্যে। সঙ্গে ৭৫০ ওয়াট Portable Charger নিতে ১৩,০০০ টাকা দিতে হবে।

আরো পড়ুন