Samsung Galaxy Watch 6 : এবার তাহলে লঞ্চ হচ্ছে এই স্মার্টওয়াচ, গুজব নাকি সত্যি

তাহলে কি শেষমেশ লঞ্চ হচ্ছে Samsung Galaxy Watch 6, নাকি এখনও রয়েছে ধোঁয়াশা

যেখানে Samsung Galaxy Watch 5 সিরিজটি এখনও তার নতুনত্ব কাটিয়ে উঠতে পারেনি অর্থাৎ এখনও যেটিকে একদম ব্র্যান্ড নিউ ওয়েরেবেল বলে মনে হয়, সেখানে আমরা এর পরবর্তী উত্তরসূরি Samsung Galaxy Watch 6 কে নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। আসলে প্রযুক্তির সাথে সাথে মানুষও নিজেদের সমান তালে আপগ্রেড করে চলেছে তাই হয়তো এই আকাঙ্খা।

অবশ্য, Samsung Galaxy Watch 6 এর লঞ্চিং এর ব্যাপারে যে গুজব রটেছে নেট দুনিয়ায় তা নিয়েও ধোঁয়াশার অন্ত নেয়।যাইহোক, আমাদের মনে কোন সন্দেহ নেই যে বর্তমানে Wear OS -কে সর্বদাই প্রস্তুত করা হচ্ছে তার পরবর্তী ব্যবহারের জন্য। এর পরের গ্যালাক্সি ওয়াচ গুলি কী হতে পারে সে সম্পর্কে আপনাকে আপ টু ডেট থাকতে হলে, এই প্রতিবেদনের প্রতিটি তথ্য গুলি দেখে নেওয়া দরকার।

Samsung Galaxy Watch 6 : আসার সম্ভাবনা কতখানি

Samsung Galaxy Watch 6 এর সম্বন্ধে স্পষ্ট করে বলতে গেলে, ২০২৩ সালে নতুন করে Samsung স্মার্টওয়াচ দেখতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। স্যামসাং যখন Galaxy Watch 4 সিরিজে Wear OS 3 চালু করেছিল তখন স্মার্টওয়াচের দুনিয়ায় একটি বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছিল, Galaxy Watch 5 কিন্তু আজও সেই ঢেউ এ বয়ে চলেছে। যদিও, প্রচুর অন্যান্য Wear OS -ভিত্তিক ওয়েরেবেল প্রোডাক্ট গুলি দিন দিন মাথাচারা দিয়ে উঠছে, তাসত্ত্বেও এতে কোন সন্দেহ নেই যে স্যামসাঙ বর্তমানে বাজারে তার নিজস্ব গতি বজায় রাখতে কোন নতুন প্রজন্মের উন্মোচন করবে।

তবে সম্প্রতি স্যামসাং তার One UI 5 Watch এর ফিচার্স ঘোষণার দিন হালকা আভাস দেয় Series 6 এর ব্যাপারে। এই সংবাদ সম্মেলনে স্যামসাং জানায় যে, এই বছরের শেষ দিক করে Galaxy Watch Series এর কিছু আপডেট আসতে পারে, কিন্তু অফিসিয়ালি কোন মডেল এর নাম নেওয়া হয়নি এদিন। তবে অবশ্যই আশা করা যায় যে, Samsung Galaxy Watch 6 খুব শীঘ্রই আসতে চলেছে।

Samsung Galaxy Watch 6 : প্রো ভার্সন আসার সম্ভাবনা কতখানি

এই প্রশ্নটি একটু জটিল। Samsung Galaxy Watch 6 সিরিজ নিয়েই মাদের মধ্যে ধোঁয়াশার শেষ নেই, তার উপর প্রো ভার্সন নিয়ে মন্তব্য করা হয়তো একটু কঠিনই হবে। তবে এই সম্ভাবনা কিন্তু একেবারেই উরিয়ে দেওয়া যায় না, কারণ খুব সম্ভবত স্যামসাং তার দ্বি-প্রোং (Two-Pronged) পদ্ধতি বজায় রাখবে এবং দুটি স্মার্টওয়াচই অফার করবে। যাইহোক, কোম্পানি কি ক্লাসিক মডেলে ফিরে আসবে, নাকি প্রো ভার্সন কে সম্পূর্ণ আলাদা রাখবে, অথবা মোট তিনটি ভেরিয়েন্টের পথে হাঁটবে তা নিয়ে জল্পনার শেষ নেয়। এখন শুধু অপেক্ষা ছাড়া আর কোন উপায় নেয়।

Samsung Galaxy Watch 6 : লঞ্চিং এর সম্ভাব্য সময়

স্যামসাং তার Galaxy Watch লঞ্চ করেছিল অগাস্ট ২০১৮ তে, Galaxy Watch Active লঞ্চ হয়েছিল মার্চ ২০১৯ এ, Galaxy Watch Active 2 লঞ্চ হয় সেপ্টেম্বর ২০১৯ তে, Galaxy Watch 3 series হয় অগাস্ট ২০২০ তে,  Galaxy Watch 4 series লঞ্চ হয়েছিল অগাস্ট ২০২১ এ, Galaxy Watch 5 series লঞ্চ হয়েছিল অগাস্ট ২০২২ এ। সুতরাং, এর থেকে বোঝা যায় যে স্যামসাং তার প্রোডাক্ট লঞ্চিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিকাঠামো কে অনুসরন করে। যদি আমরাও সংস্থার এই পরিকাঠামো কে অনুসরন করি তাহলে, এটা আশা করা খুব একটা ভুল হবে না যে চলতি বছরের অগাস্ট কিংবা সেপ্টেম্বর মাস করে Samsung Galaxy Watch 6 Series লঞ্চ হওয়ার একটি বিরাট সম্ভাবনা রয়েছে।