Royal Enfield Upcoming Bikes : প্রত্যেক ছেলেরই মনে স্বপ্ন থাকে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) কেনার, তা সে যেকোনো বাইকই ব্যবহার করুক না কেন। আর রয়্যাল এনফিল্ড ও তাদের কাস্টমার দের কথা মাথায় রেখে প্রতি বছর নিত্য নতুন মডেল নিয়ে হাজির হয় বাজারে। প্রতি বছরের ন্যায় এবছরেও সংস্থা নিয়ে আসতে চলেছে মনকারা কিছু মডেল (Royal Enfield Upcoming Bikes 2023)। ২০২৩ এ রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর যে ৫টি বাইক লঞ্চ হতে চলেছে সেই নিয়েই আজকের প্রতিবেদন।
Royal Enfield Upcoming Bikes : আসুন দেখে নেওয়া যাক ২০২৩ এ কী কী বাইক লঞ্চ হচ্ছে
Royal Enfield Himalayan 450 : রয়্যাল এনফিল্ড এর এই মডেল টি সম্ভবত ২০২৩ এর জুন মাসেই লঞ্চ হতে চলেছে। হিমালয়ান ৪৫০সিসি বাইকটি হল সেই অ্যাডভেঞ্চার বাইক যার জন্য বিশ্ব অপেক্ষা করছে। Royal Enfield Upcoming Bikes এর তালিকায় প্রথম থাকা এই রয়্যাল এনফিল্ডকে রুগ্ন স্টাইলিং, দুর্দান্ত এবং অ্যাক্সেসযোগ্য পারফরম্যান্স এবং ব্যবহারযোগ্য বৈশিষ্ট্যগুলির সংমিশ্রণ বলে মনে করা হয়। এর আনুমানিক ২,৬০,০০০ ত্থেকে ৩,০০,০০০ এর মধ্যে দাম হতে পারে।
Royal Enfield Scrambler 650 : রয়্যাল এনফিল্ড এর এই মডেল টি সম্ভবত ২০২৩ এর ১৫ জুনের মধ্যেই লঞ্চ হতে চলেছে আশা করা যায়। Royal Enfield Upcoming Bikes এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পেট্রোল চালিত এই বাইক টি ৬৫০ সিসি ইঞ্জিন নিয়ে মার্কেটে আসতে চলেছে। এই বাইক টির আনুমানিক দাম হতে চলেছে ৩.৫০ লক্ষ টাকা।
Royal Enfield Shotgun 650 : এনফিল্ড এর এই মডেল টি সম্ভবত ২০২৩ এর অক্টোবর মাসে লঞ্চ হতে চলেছে। Royal Enfield Upcoming Bikes এর তালিকায় তৃতীয় স্থানে থাকা ৬৪৮ সিসির এই বাইক টিতে ৪৭.৬৫ পিএস এবং ৫২ এনএম এর পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। দুটো চাকাতেই টিউবলেস টায়ার, ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকের আনুমানিক দাম হতে পারে ৩,২৫,০০০ টাকা।
Royal Enfield 2023 Bullet 350 : ৩৪৯ সিসির এই বাইক টিতে ২০.০৪ পিএস এবং ২৭ এনএম এর পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। Royal Enfield Upcoming Bikes এর তালিকায় চতুর্থ স্থানের এই বাইকের দুটো চাকাতেই টিউবলেস টায়ার, ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এই বাইকের আনুমানিক দাম হতে পারে ১,৮০,০০০ টাকা। সম্ভবত এই বাইক টি ২০২৩ সালের নভেম্বর মাসে লঞ্চ হবে বলে আশা করা যায়।
Royal Enfield Hunter 450 : রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সিসির বাইকটির জনপ্রিয়তা দেখে খুব তাড়াতাড়িই বাজারে লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড হান্টার ৪৫০ সিসি। Royal Enfield Upcoming Bikes এর তালিকায় পঞ্চম স্থানে থাকা এই বাইক খুব সম্ভবত চলতি বছরের ডিসেম্বর মাসেই বাজারে আসতে চলেছে এই বাইক টি।নির্মাণকারী সংস্থার তরফে বাইক টির আনুমানিক দাম প্রকাশ করা হয়েছে ২.৬০ থেকে ২.৭৫ লক্ষ টাকার কাছাকাছি।
Royal Enfield Upcoming Bikes গুলির সম্ভবত লঞ্চিং ডেট এবং আনুমানিক দাম দেখে নেওয়া যাক এক নজরে
মডেলের নাম | লঞ্চিং ডেট (সম্ভবত) | আনুমানিক দাম |
Royal Enfield Himalayan 450 | জুন, ২০২৩ | ২.৬০ থেকে ৩.০০ লক্ষ টাকা |
Royal Enfield Scrambler 650 | ১৫ জুনের মধ্যে, ২০২৩ | ৩.৫০ লক্ষ টাকা |
Royal Enfield Shotgun 650 | অক্টোবর, ২০২৩ | ৩.২৫ লক্ষ টাকা |
Royal Enfield 2023 Bullet 350 | নভেম্বের, ২০২৩ | ১.৮০ লক্ষ টাকা |
Royal Enfield Hunter 450 | ডিসেম্বর, ২০২৩ | ২.৬০ থেকে ২.৭৫ লক্ষ টাকা |