১৫ হাজারের এই ফোনে হবে ১৯ মিনিটে ফুল চার্জ, বাজার কাঁপাতে এলো Redmi

দুর্দান্ত ফাস্ট চার্জিং এবং আকর্ষণীয় ক্যামেরার সাথে Redmi-এর এই ফোন অবশ্যই আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত ৫জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনি অবশ্যই Redmi-এর এই স্মার্টফোনটি বেছে নিতে পারেন। সম্প্রতি ভারতের বাজারে নিজেদের লেটেস্ট ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আপনার বাজেট যদি ২০ হাজার টাকার কম হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পছন্দের তালিকায় রেখে দিতে পারেন Redmi Note 12 Pro+ ফোনটি। আজ আমরা এই প্রতিবেদনে দুর্দান্ত এই স্মার্টফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জানাতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক।

Redmi Note 12 : দাম, অফার ও লভ্যতা

এই স্মার্টফোনের দামের কথা বললে, বেস ভেরিয়েন্টে ৮জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। পাশাপাশি ১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩২,৯৯৯ টাকা। তবে দুর্দান্ত এই স্মার্টফোনটিতে আপনি এক্সচেঞ্জ অফার পাবেন। যা ব্যবহার করে আপনি ১৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে সেটি অবশ্যই নির্ভর করছে আপনি কেমন কন্ডিশনের ফোন কোম্পানির সাথে এক্সচেঞ্জ করছেন তার ওপর।

Redmi Note 12 : ফিচার্স ও স্পেসিফিকেশন

প্রথমে যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে Redmi Note 12 Pro+ ৫জি ফোনটিতে ২৪০০ x ১০৮০ পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ১২০ হার্টস রিফ্রেশরেট ও ২৪০ হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করতে সক্ষম। Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1080 চিপসেট ব্যবহার করা হয়েছে।

তবে Redmi Note 12 Pro+ স্মার্টফোনের প্রধান আকর্ষণ এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে পাবেন ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এমপি ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া শক্তিশালী এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ১২০ ওয়াট হাইপার চার্জ টেকনোলজি যুক্ত ৪,৯৮০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, এই ফাস্ট চার্জিং ফির্চাসের সাহায্যে Redmi Note 12 Pro+ 5G ফোনটি মাত্র ১৯ মিনিটের মধ্যে ১০০% পর্যন্ত চার্জ হবে।