Realme-র বড়ো চমক! 12 Series-এর পরেই বাজারে আসবে Realme Note Series, জেনে নিন

Realme এবার লঞ্চ করবে তাদের নতুন সিরিজ। কবে লঞ্চ হবে এই সিরিজ? কী কী স্পেসিফিকেশন রয়েছে এতে? জেনে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।

Realme বর্তমানে বিশ্বব্যাপী সফলতা অর্জন করেছে। খুব কম সময়ের মধ্যে এই ব্র্যান্ড মানুষের বিশ্বাস অর্জন করেছে। এবার Realme-র স্মার্টফোনের তালিকায় যুক্ত হতে চলেছে আরেকটি নাম। সম্প্রতি থাইল্যান্ডের NBTC ওয়েবসাইটে নতুন একটি মডেলের নাম নথিভুক্ত করানো হয়েছে। মডেলটি হল Realme Note 50। আর মডেল নম্বর RMX3834। সম্ভবত এটি Realme Note সিরিজের নতুন স্মার্ট ফোন হতে চলেছে।

Realme Note 50

Note 50 ছাড়া আর কি কি ফোন আসবে Realme-র?

এই একই মডেল নম্বরের একটি ডিভাইস 2023-এর নভেম্বরে Eurasian Economic Commission-এ দেখা গিয়েছিল। এই ফোনের স্পেসিফিকেশন আর ফিচার সম্বন্ধে বিশেষ কোন তথ্য উপলব্ধ ছিল না। ইতিমধ্যে বিভিন্ন দামের সেগমেন্ট লঞ্চ করেছে Realme। কম দাম থেকে শুরু করে বেশি দামের মডেল রয়েছে Realme-র আওতায়। C সিরিজ, বাজেটের মধ্যে যারা ডিভাইস কিনতে চান তাদের জন্য উপযুক্ত। এছাড়া GT 5 Pro-তো রয়েছেই। আর বিশেষ করে চীনে লঞ্চ হয়েছিল V সিরিজ।

আরও পড়ুন : Nubia Red Magic 9 Pro : ভুলেও করবেন না দেরি, আজই বুক করুন Nubia-র এই ফোন আর পেয়ে যান দুর্দান্ত ডিসকাউন্ট

একটি খবর অনুযায়ী, Realme ভারতে নতুন স্মার্টফোন আনতে চলেছে। তবে Realme-র এই নতুন Note সিরিজে কী কী স্পেসিফিকেশন আর ফিচার্স যুক্ত হয় তা এখন দেখার পালা। আপনাদের জানিয়ে রাখি, কোম্পানির তরফ থেকে হিন্ট দেওয়া হয়েছে নতুন মডেল লঞ্চের। আশা করা হচ্ছে, 3রা জানুয়ারি Realme তাদের 12 সিরিজ ভারতে লঞ্চ করতে পারে।

এই সিরিজে 2টি ডিভাইসের কথা জানা গেছে। একটি হল, Realme 12 Pro আর অপরটি হল, Realme 12 Pro+। এই মডেল দুটি বিশ্বব্যাপী বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। Realme 12 Pro মডেল Snapdragon 7 Gen 3 চিপসেট সহ লঞ্চ হতে পারে। এই ফোনে হয়তো 2X অপটিক্যাল জুম সহ 32MP টেলি ফটো ক্যামেরা থাকবে। অপরদিকে, Realme 12 Pro+-3X অপটিক্যাল জুম সহ 64MP টেলি ফটো লেন্স থাকবে।

আরও পড়ুন : Vivo V2314DA : শীঘ্রই বাজারে আসছে Vivo-র নয়া স্মার্টফোন, থাকবে 120W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট

এই ধরনের আরও তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইট। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুন