Realme 11 Pro Series : দুর্দান্ত ফিচার্সে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ৮ই জুন

চলতি সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 11 Pro সিরিজ, কী কী রয়েছে স্পেসিফিকেসশনে দেখে নিন

বর্তমান সময়ে স্মার্টফোনের প্রতি মানুষের প্রবল আকৃষ্টতা কে মাথায় রেখে প্রতিটা মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা গুলি একের পর এক স্মার্টফোন বাজারে লঞ্চ করেই চলেছে। এমনই এক চাইনিস ফোন নির্মাণকারী সংস্থা হচ্ছে Realme, উন্নতমান এবং প্রযুক্তির নতুনত্ব কে সামনে রেখে তারা একের পর এক স্মার্টফোন বাজারে আনতেই থাকে। আগের মাসেই এই চাইনিস সংস্থাটি Realme 11 Pro ও Realme 11 Pro + লঞ্চ করেছে চায়না (China) তে এবং ৮ই জুন ভারতের বাজারে লঞ্চ করার মাধ্যমে গোটা বিশ্বে Realme 11 Pro সিরিজের উদ্বোধন করবে বলে জানিয়েছে। তারা আরও জানিয়েছে, এই লঞ্চিং অনুষ্ঠানটি ভারতীয় সময়ের (IST) দুপুরবেলা অনুষ্ঠিত হবে এবং ইউটিউবে এর লাইভ টেলিকাস্টও করা হবে।

Realme 11 Pro Series : স্পেসিফিকেশন ও ফিচার্স

Realme 11 Pro Series : দুর্দান্ত ফিচার্সে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ৮ই জুন

যেহেতু, চায়না তে ইতিমধ্যেই Realme 11 Pro সিরিজ লঞ্চ করা হয়ে গেছে সেহেতু এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অনেকটাই তথ্য আমাদের সামনে এসেছে। স্পেসিফিকেশনের দিক থেকে এই উভয় মডেলই প্রায় একই, শুধুমাত্র কয়েকটি ফিচার্সের পার্থক্য দেখা গেছে যেমন রিয়ার ও সেলফি ক্যামেরা, মেমোরি কনফিগারেশন এবং চার্জিং স্পীড।

Realme 11 Pro + ফোন টিতে Dimensity 7050 SoC প্রসেসর, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) যুক্ত একটি 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যা এটির সবচেয়ে বড় আকর্ষণ। এটিকে একটি ম্যাক্রো ইউনিটের মাধ্যমে যুক্ত করা হয়েছে এবং সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এর ক্ষমতা সম্পন্ন USB-C টাইপ চার্জার এবং 5,000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, Realme 11 Pro -তে রয়েছে একটি 100MP প্রাইমারি ক্যামেরা, 16MP ফ্রন্ট ক্যামেরা এবং ৬৭ ওয়াটের USB-C টাইপ চার্জার এবং 5,000 mAh এর ব্যাটারি। এই কয়েকটি ফিচার্স ছাড়া এই মোবাইল দুটিতে সেরকম কোন পার্থক্য দেখা যায়নি। তাসত্ত্বেও, আপনাদের বোঝার সুবিধার্থে নিম্নে Realme 11 Pro ও Realme 11 Pro + মডেল দুটির স্পেসিফিকেশন ও ফিচার্স এর কমপেরিশন সংক্ষেপে দেওয়া হল,

ফিচার্সRealme 11 ProRealme 11 Pro +
অপারেটিং সিস্টেমAndroid 13, Realme UI 4.0Android 13, Realme UI 4.0
ডিসপ্লেAMOLED, 1B colors, HDR10+, 120Hz, 950 nits (peak)AMOLED, 1B colors, HDR10+, 120Hz, 950 nits (peak)
চিপশেটমিডিয়াটেক ডাইমেনসিটি (Mediatek Dimensity) 7050 (6 nm)মিডিয়াটেক ডাইমেনসিটি (Mediatek Dimensity) 7050 (6 nm)
সিপিইউ (CPU)অক্টা কোর (Octa-core) (2×2.6 GHz & 6×2.0 GHz)অক্টা কোর (Octa-core) (2×2.6 GHz & 6×2.0 GHz)
রিয়ার ক্যামেরা১০০ এমপি, f/1.8, 26mm (wide), PDAF, OIS২০০ এমপি, f/1.7, 23mm (wide), 1/1.4″, 0.56µm, PDAF, OIS
ফ্রন্ট ক্যামেরা১৬ এমপি, f/2.5, 25mm (wide)৩২ এমপি, f/2.5, 22mm (wide)
ব্যাটারিLi-Po 5000 mAh, non-removableLi-Po 5000 mAh, non-removable
চার্জার৬৭ ওয়াট USB-C Type১০০ ওয়াট USB-C Type