OPPO Reno 10 Series : ভারতে লঞ্চের আগেই সামনে এল বিস্তারিত

Oppo রেনো ৯ সিরিজের সাফল্যের পর এরই উত্তরসূরি হিসেবে লঞ্চ হতে চলেছে OPPO Reno 10 Series

OPPO সম্প্রতি Reno 9 সিরিজের পরবর্তী প্রজন্ম হিসেবে চীনে (China) Oppo Reno 10 Series চালু করে দিয়েছে। এই সিরিজে প্রধানত তিনটি ডিভাইস রয়েছে, রেনো ১০, রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস। একটি গোপন সূত্র অনুযায়ী জানা যায় যে এই সিরিজের তিনটি মডেলই ভারতে লঞ্চ হবে। এছাড়াও, আরও একটি সূত্র থেকে এই রেনো ১০ সিরিজের লঞ্চ টাইম, র‍্যাম, স্টোরেজ এবং দামের ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়।

OPPO Reno 10 Series : ভারতে লঞ্চ হওয়ার সম্ভাব্য তারিখ

কিছু গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায় যে এই রেনো ১০ সিরিজ টি ভারতে খুব সম্ভবত জুন মানের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে। নির্দিষ্ট তারিখ হিসাবে এখনো কিছু সামনে আসেনি সেরকম ভাবে, তবে ৩০ জুন, ২০২৩-এ এই সিরিজ ভারতে লঞ্চ হতে পারে বলে কিছু গুজব রটেছে নেট দুনিয়ায়।

 OPPO Reno 10 Series : কালার

Oppo Reno 10 Series সম্ভবত ৩টি কালারে ভারতের বাজারে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে, সেগুলি হল যথাক্রমে,

  • কনফিডেন্সিয়াল ব্ল্যাক (Confidential Black)
  • সিলভার গ্রে (Silver Grey)
  • ড্রিম গোল্ড (Dream Gold)

OPPO Reno 10 Series : ভারতের বাজারে সম্ভাব্য দাম

সূত্রের খবর অনুযায়ী, রেনো ১০ সিরিজের এর বেস মডেল অর্থাৎ Reno 10 মডেলটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বাজারে আসবে। ফোনটির দাম ভারতে ৩১,০০০ থেকে ৩৩,০০০ টাকার মধ্যে হতে পারে।

আরও জানা যায় যে, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G ভারতে 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ আত্মপ্রকাশ করবে। Reno 10 Pro ফোনটির দাম ভারতে ৩৫,০০০ থেকে ৩৯,০০০ টাকার মধ্যে হতে পারে, কিন্তু এই সিরিজের সর্বোচ্চ মডেল Reno 10 Pro+ 5G -এর দাম হতে পারে ৪১,০০০ থেকে ৪৩,০০০ টাকার মধ্যে।

OPPO Reno 10 Series : স্পেসিফিকেশন

ডিসপ্লে : OPPO Reno 10 সিরিজে ৬৭ ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1.5K পর্যন্ত দেওয়া হয়েছে বলে আশা করা হচ্ছে, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 1400 nits পর্যন্ত উজ্জ্বলতা (Brightness) দেওয়া হয়েছে (যদিও Reno 10-এ রয়েছে 950 nits)।

প্রসেসর : Reno 10 এ স্ন্যাপড্রাগন 778G SoCm প্রসেসর, Ren 10 Pro তে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 SoC এবং Reno 10 Pro+ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 SoC প্রসেসর দিয়ে বাজারে আসতে চলেছে বলে জানা গিয়েছে।

ক্যামেরা : Reno 10-এ f/1.7 অ্যাপারচার সহ একটি 64MP প্রাইমারি Omnivision OV64B সেন্সর, একটি 8MP IMX355 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 32MP IMX709 2X টেলিফটো (Telephoto) ক্যামেরা রয়েছে। এছাড়া, Reno 10 Pro তে OIS সহ 50MP Sony IMX890 প্রধান ক্যামেরা এবং একটি f/1.8 অ্যাপারচার, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 32MP টেলিফটো (Telephoto) লেন্স রয়েছে। অন্যদিকে, Reno10 Pro+ একটি OIS সহ একটি 50MP Sony IMX890 সেন্সর, একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম সহ একটি 64MP পেরিস্কোপ টেলিফোটো (Telephoto) অমনিভিশন (Omnivision) OV64B সেন্সর সহ আসতে পারে বলে জানা যায়।

ফ্রন্ট ক্যামেরা : সেলফি বা ভিডিও চ্যাটিং করার জন্য এই সিরিজে 32MP এর একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি : Reno 10 এবং Reno 10 Pro তে  80W ফাস্ট চার্জিং এর ক্ষমতা সম্পন্ন 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, অন্যদিকে Reno 10 Pro+ এ 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4700mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম : Oppo Reno 10 সিরিজ Android 13 OS দিয়ে বানানো হয়েছে।

OPPO Reno 10 Series : মূল স্পেসিফিকেশনগুলি এক নজরে

প্রসেসরমিডিয়াটেক ডাইমেনসিটি 8200 MT6896Z | ১৬ জিবি
রিয়ার ক্যামেরা৫০+৮+৩২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা৩২ মেগাপিক্সেল
ডিসপ্লে৬.৭৪ ইঞ্চি (১৭.১২ সেমি)
ব্যাটারি৪৬০০ mAh | ৪৭০০ mAh

আরো পড়ুন