Nokia Joker Lite লঞ্চের আগেই মানুষের কাছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে। এটি একটি ৫জি সাপোর্ট স্মার্টফোন যা শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভারতের বাজারে। বাজার থেকে এক সময় হারিয়ে যেতে বসা নোকিয়া ফের নিজের নামের প্রতি সুবিচার করতে বদ্ধপরিকর, দরকারে অ্যাপেলের সাথেও টেক্কা দিতে পিছুপা হবে না নোকিয়া। হয়তো সেই কারণেই নোকিয়ার এই নয়া লাইট ফোন অনেকটাই দেখতে আইফোনের মতো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আসন্ন এই নোকিয়া ফোন সম্বন্ধে।
Nokia Joker Lite : দাম ও লভ্যতা
Nokia Joker Lite-এর মূল্য ভারতে ২৩,৯০০ টাকা প্রারম্ভিক মূল্যে আসতে চলেছে। এটি ২০২৩ সালের ৪ঠা জুলাই মুক্তি পাবে বলে সূত্রের খবর।
Nokia Joker Lite : ফিচার্স ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
সম্পূর্ণ নতুন এই Nokia Joker Lite স্মার্টফোনের সম্পূর্ণ ফিচার্স ও স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। কিছু সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, একটি ৬.৯ ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে। এছাড়াও, একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 128/256/512GB ইন্টারনাল স্টোরেজ এবং IP69 রেটিং যুক্ত। আরও কি কি ফিচার্স রয়েছে এই হাই-এন্ড স্মার্টফোনটিতে আসুন দেখে নেওয়া যাক,
- প্রসেসর : Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম
- অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১৩
- র্যাম ও স্টোরেজ : ৮/১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬/৫১২ জিবি স্টোরেজ
- ক্যামেরা : কোয়াড ১০৮ +৩২ + ১৬ + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ব্যাটারি : লি-পলিমার ৬,৫৫০ ওয়াট ব্যাটারি
- সেন্সর : ফিঙ্গার প্রিন্ট, ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার