Noise, এই ভারতীয় সংস্থাটি কম দামের মধ্যে দুর্দান্ত ফিচার্সের সাথে স্মার্টওয়াচ প্রদান করার ক্ষেত্রে বেস খ্যাতি লাভ করেছে। সম্প্রতি এই সংস্থা Noise ColorFit Quad Call মডেলটি লঞ্চ করেছে ভারতে। এই ঘড়িতে ১.৮১ ইঞ্চির স্ক্রীন, ৭দিনেরও বেশি ব্যাটারি লাইফ, ১০০ টিরও বেশি স্পোর্টস মোড এবং ওয়াচ ফেস দেওয়া হয়ে হয়েছে। এছাড়াও এই স্মার্টওয়াচের সবথেকে উল্লেখযোগ্য ফিচার্সটি হচ্ছে ব্লুটুথ কলিং। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঘড়ির দাম, কালার ও স্পেসিফিকেশনগুলি।
Noise ColorFit Quad Call : দাম ও কী কী কালারে উপলব্ধ
Noise ColorFit Quad Call স্মার্টওয়াচটির দাম বর্তমানে ১,৬৯৯ টাকা। আর এটি জেট ব্ল্যাক, স্পেস ব্লু, রোজ পিঙ্ক, সিলভার এবং ডিপ ওয়াইন এই ৫টি কালার অপশনে এসেছে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট gonoise এবং ই-কমার্স সাইট amazon থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচটি।
Noise ColorFit Quad Call : স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচটিতে ১.৮১ ইঞ্চি (৪.৫৭ সেমি) TFT ডিসপ্লে এবং রেজোলিউশান ২৪০ x ২৮০ দেওয়া হয়েছে।
- এছাড়া হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর এবং এক্সেরেলোমিটার ইত্যাদি সেন্সরও উপলব্ধ রয়েছে এই ঘড়িতে।
- এই ঘড়িতে ২৬০mAh –এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে।
- এই ব্যাটারিটি একবার ফুল চার্জ হতে সময় লাগে ২.৫ ঘণ্টা এবং এটি ৭দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে।
- এই ঘড়িতে ২২ এমএম সিলিকন স্ট্র্যাপ দেওয়া হয়েছে, যা হাতে পরে থাকার সময় একটা আলাদা রকম অনুভুতি প্রদান করে ব্যবহারকারীদের।
- রয়েছে IP67 ওয়াটার রেসিস্টান্স।
- এতে ১০০ টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে।
- এছাড়াও এই স্মার্টওয়াচটিতে ১০০ টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে।
- এই স্মার্ট ওয়াচের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হল ব্লুটুথ কলিং (Bluetooth Calling) এর ফিচার্সটি।
- এছাড়াও কল রিজেকশন, স্টপওয়াচ, রিমাইন্ডার, ওয়েদার রিপোর্ট, ওয়ার্ল্ড ক্লক, ভাইব্রেশন এলার্ট, রিমোর্ট মিউজিক কন্ট্রোল ইত্যাদি ফিচার্সতো রয়েছেই।
সর্বোপরি, বলা যেতে পারে একটি স্মার্টওয়াচ ব্যবহার করতে গেলে যা যা ফিচার্স প্রয়োজন হয় সেই সবগুলি উপলব্ধ রয়েছে এই Noise ColorFit Quad Call মডেলটিতে, আর এর দামও রয়েছে আপনার আয়ত্তের মধ্যেই। তবে কেনার আগে, সদ্য লঞ্চ হওয়া Noise ColorFit Mighty স্মার্টওয়াচটিও একবার দেখে নিতে পারেন।