Netflix Password Sharing: আমরা যদি বিনামূল্যে কিছু পাই তাহলে তার সুখ অন্য কিছু। আপনারা সবাই নিশ্চয়ই কোনো না কোনো মুভি বা টিভি শো দেখার জন্য আপনার বন্ধুর Netflix অ্যাকাউন্ট নিয়েছেন। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। নেটফ্লিক্স পাসওয়ার্ড (Password) শেয়ার করা বন্ধ করে দিয়েছে। যদিও এটি ভারতের আগে অন্যান্য দেশে প্রয়োগ করা হয়েছে, তবে এই নিয়ম এবার ভারতেও লাগু করলো কোম্পানি।
স্ট্রিমিং জায়ান্ট ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা ভারতে পাসওয়ার্ড শেয়ার করা বন্ধ করে দিয়েছে এবং এখন সেই গ্রাহকদের সতর্ক করবে যারা তাদের বাড়ির বাইরে তাদের অ্যাকাউন্ট শেয়ার করছে। ইতিমদ্ধেই সংস্থাটি তাঁদের ইউজারদের পাসওয়ার্ড (Password) শেয়ারিং সংক্রান্ত নতুন পলিসি ব্যপারটি নিয়ে ইমেইল পাঠিয়ে সচেতন করেছে।
Netflix Password Sharing: কেন এই সিদ্ধান্ত নিল?
ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে হঠাৎ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও অনেক দিন ধরেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের কথা বলে আসছিল প্রতিষ্ঠানটি। নেটফ্লিক্স এর আগেই লাতিন আমেরিকার একাধিক দেশে এই পরিষেবা বন্ধ করে দিয়েছে।
এবার এই পরিষেবা বন্ধ হল ভারতীয়দের জন্যেও। এই পরিষেবা বন্ধ করার আসল কারণ জানা যাচ্ছে, পাসওয়ার্ড শেয়ারিংয়ের ফলে গ্রাহক সংখ্যা অনেকটাই কমে গেছে ফলে লোকসানের সম্মুখীন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি পাসওয়ার্ড শেয়ার করার বিকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
একটি Netflix অ্যাকাউন্ট একটি পরিবারের দ্বারা ব্যবহারের জন্য। সেই পরিবারের প্রত্যেকেই নেটফ্লিক্স অ্যাক্সেস করতে পারেন, তারা যেখানেই থাকুন না কেন – বাড়িতে, বেড়াতে বা ছুটিতে।
এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি অন্য কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করতা চান, তাহলে তাঁকে অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে। সম্প্রতি নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশনের দাম কমিয়েছে, তাই তারা এবার থেকে পাসওয়ার্ড শেয়ারিং বিকল্পটি অফার করবে না।