Maruti Suzuki Car Offers : দেখে নিন আপনার পছন্দের গাড়িটিতে কত ছাড় পাওয়া যাবে

এবার কিনেই ফেলুন আপনার পছন্দের গাড়িটি আর সঙ্গে পেয়ে যান বিশাল Maruti Suzuki Car Offers

আপনি কী একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন ? যদি তাই হয়, তাহলে এখন আপনার গাড়ি কেনার জন্য উপযুক্ত সময় হতে পারে। Maruti Suzuki, ভারতের অন্যতম প্রধান অটোমোবাইল নির্মাতা, বর্তমানে তাদের কিছু জনপ্রিয় মডেলের উপর বিশাল ছাড় দিচ্ছে (Maruti Suzuki Car Offers)। আপনি একটি নির্ভরযোগ্য সেডান বা একটি প্রশস্ত হ্যাচব্যাক খুঁজছেন কি, তাহলে Maruti Suzuki এর কাছে আপনার জন্য কিছু অফার আছে। এই উত্তেজনাপূর্ণ ডিলগুলি সম্পর্কে বিস্তারিত জানতে এবং কীভাবে সেগুলি আপনাকে আপনার পরবর্তী গাড়ি কেনার জন্য অর্থ বাঁচাতে সাহায্য করতে পারে তা জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদন।

Maruti Suzuki Car Offers : জেনে নিন কোন কোন গাড়ির উপর চলছে এই বিশেষ ছাড়

পছন্দের একটি গাড়ি কেনা থেকে কোন মানুষ কে বিরত করে সেই গাড়ির আকাশচুম্বী দাম, কিন্তু আপনার পছন্দের গাড়িটি যদি আপনি আপনার নাগালের মধ্যে পেয়ে যান তাহলে! ভারতবর্ষের অন্যতম গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি চলতি মাসেই অর্থাৎ মে মাসে তার একটি গাড়ির উপর বিশাল ছাড় দিচ্ছে। তাদের সবচেয়ে সস্তা গাড়ি Alto K10-এ আপনি এই ছাড়ের সুবিধা। এর পাশাপাশি মারুতি সুজুকির আরও কিছু জনপ্রিয় মডেলের ওপরও কিছু ছাড় দেওয়া হচ্ছে। Maruti Alto বর্তমানে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়িগুলির মধ্যে একটি। এছাড়াও, মারুতি সুজুকি ডিজায়ার (Maruti Suzuki Dzire) এবং মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti Suzuki WagonR)-এর উপরেও থাকছে বিশেষ ছাড়।

Maruti Suzuki Car Offers : ছাড় দেওয়া গাড়িটির দাম জেনে নেওয়া যাক

বর্তমানে Alto K10 (STD) – এর এক্স-শোরুম মূল্য হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা। BS6 ফেজ ২ এর কিছু নিয়মের কারনে এই গাড়ির উৎপাদন আপাতত স্থগিত রাখা হয়েছে বলেই সুত্রের খবর। হয়তো কোম্পানি সেজন্যই অবশিষ্ট স্টক ঝেড়ে বিক্রি করে দেওয়ার জন্যই এই বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। আরও বিস্তারিত জানতে আপনি Maruti Suzuki – এর অফিসিয়াল ওয়েবসাইট টি একবার ভিজিট করেও নিতে পারেন “এখানে ক্লিক করে”

Maruti Suzuki Car Offers : কত টাকা অবধি ছাড় পাওয়া যেতে পারে

কিছু সুত্রের খবর অনুসারে, Maruti Suzuki – এর এই গাড়িটি 2023 সালের চলতি মাসে সবথেকে বেশি বিক্রি হয়েছে। এমনকি এটি কোম্পানির সব থেকে সস্তা হ্যাচব্যাক গাড়ি। তবে আপনি তার উপরও অনেক ছাড় পাবেন। Alto K10 কেনার উপর মোট ৫৯,০০০ টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। এই অফারের মধ্যে রয়েছে,

  • 40,000 টাকার কনজিউমার ডিসকাউন্ট। (Consumer Discount)
  • 15,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট। (Exchange Discount)
  • 4,000 টাকার বিশেষ কর্পোরেট ডিসকাউন্ট।(Corporate Discount)

Maruti Suzuki Car Offers : অন্যান্য আরও অফার দেখে নেওয়া যাক এক নজরে

Maruti Suzuki Alto K10 ছাড়াও কোম্পানি আরও কিছু মদেলের উপরেও দিচ্ছে আকর্ষণীয় ছাড়। চলতি মাসে আপনি যদি হ্যাচব্যাক S-Presso গাড়িটি কিনতে চান তাহলে, ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও, এই মাসে WagonR কেনার উপরও ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে কোম্পানির তরফে। আর Maruti Suzuki Dzire কিনলেও ৩০ থেকে ৩৫ হাজার টাকা ছাড় পাবেন।