Lava Blaze Curve 5G : শীঘ্রই বাজারে আসতে চলেছে Lava-র Blaze Curve 5G, লঞ্চের আগেই ফাঁস ফিচারস

Lava Blaze Curve 5G : একাধিক স্মার্টফোন সিরিজের তালিকায় এবার নাম লেখাতে চলেছে Lava। লঞ্চ হবে Lava র নতুন স্মার্টফোন। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

2024 এর জানুয়ারিতে কয়েকটি ব্র্যান্ড নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে Vivo আর Redmi জানিয়ে দিয়েছে তাদের Vivo X100 সিরিজ আর Redmi Note 13 সিরিজ লঞ্চ করার প্ল্যান। এর পাশাপাশি আসতে চলেছে Poco X6 সিরিজ। এই মাসের শেষ দিকে Samsung Galaxy S24 সিরিজ ও OnePlus 12 সিরিজ লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। এই একাধিক স্মার্টফোন সিরিজের তালিকায় এবার নাম লেখাতে চলেছে Lava। লঞ্চ হবে Lava-র নতুন স্মার্টফোন Lava Blaze Curve 5G। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Lava Blaze Curve 5G

Lava Blaze Curve 5G-এর ফিচারস সহ বিস্তারিত তথ্য

Lava Mobile-এর প্রেসিডেন্ট সুনীল রায়না তাঁদের কোম্পানির আসন্ন ডিভাইস সম্পর্কে তাঁর অফিসিয়াল ‘X’ হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন। যদিও পোস্টে স্পষ্ট ভাবে এই ডিভাইস সম্পর্কে কিছু লেখা নেই। কিন্তু দেখে বোঝা যাচ্ছে এতে তাঁদের আসন্ন স্মার্টফোন সম্পর্কে হিন্ট দেওয়া হয়েছে। তাঁদের নতুন ডিভাইসের নাম হতে চলেছে Lava Blaze Curve 5G

আরও পড়ুন : OnePlus 12 : DSLR-এর ন্যায় উজ্জ্বল ক্যামেরার সাথেই থাকবে 100W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট, বাজারে আসছে OnePlus 12

এই নাম দেখে আঁচ করাই যাচ্ছে, এই ডিভাইসে Curved Edge স্ক্রিন থাকতে চলেছে। এই ডিভাইসে হয়তো OLED প্যানেল থাকবে। এর আগে Curved Edge OLED প্যানেল Lava তার Agni 2 5G স্মার্টফোনে ব্যবহার করেছিল।

আপনাদের জানিয়ে রাখি, Lava Agni 2 5G স্মার্টফোনের দাম 240 ডলার অর্থাৎ 19 হাজার 999 টাকা। এতে রয়েছে 6.78 ইঞ্চ AMOLED Full HD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। অপরদিকে গত মাসে Lava তার Storm 5G স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে। এই মডেলে রয়েছে 6.78 ইঞ্চ LCD full HD+ ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz

এই স্মার্টফোনে রয়েছে Dimensity 6080 চিপসেট। এতে ছবি তোলার জন্য রয়েছে 50MP+8MP ব্যাক ক্যামেরা। এটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করলেও, এতে খুব শীঘ্রই Android 14 সিস্টেম আপডেট আসতে চলেছে। এছাড়া Lava Storm 5G তে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে।

আরও পড়ুন : Infinix Note 30 5G : OnePlus-কে নিমেষেই হার মানাবে Infinix Note 30 5G, ফিচারস দেখে অবাক হবেন আপনিও, জেনে নিন

আপনাদের জানিয়ে রাখি Lava Blaze Curve 5G দাম 180 ডলার অর্থাৎ 15 হাজার টাকার মধ্যে হতে পারে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

আরো পড়ুন