আজকের দিনে দাড়িয়ে দুটি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড এবং প্যান কার্ড। যে কোনও কাজের ক্ষেত্রে এই ডকুমেন্টস প্রয়োজন। নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে যে কোনও সরকারি ক্ষেত্রেই এই নথি প্রয়োজন হয়। এছাড়াও আইটিআর ফাইল করার সময় প্রয়োজন হয় আধার কার্ড এবং প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের বিবৃতি অনুসারে, Pan Aadhar Link করার শেষ সময়সীমা ৩০ জুন ধার্য করা হয়েছে।
আমজনতার সুবিদারথে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে। উক্ত দিনের মধ্যে আপনি যদি প্যান ও আধার লিঙ্ক (Pan Aadhar Link) করতে ব্যর্থ হন তবে আপনার প্যান কার্ড (Pan Card) নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ব্যাংকিং পরিষেবা গুলি পবেন না যেমন- নতুন কোনও অ্যাকাউন্ট ওপেন করা যাবে না, ব্যাঙ্ক থেকে লোন পাওয়া যাবে না।
এর আগেই আয়কর বিভাগের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছিল যে, করদাতারা যারা এখনও তাদের আধার প্যানের সাথে লিঙ্ক করেননি তাদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে ৩০ জুনের মধ্যে। তাই অবিলম্বে দেরি না করে আজই Pan Aadhaar Link করে নিন। নাহলে ভবিষ্যতে ননা রকম সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।
বাড়ি বসে Pan Aadhar Link করার পদ্ধতি
- প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- ওপেন করার পর কুইক লিংকের মধ্যে লিঙ্ক আধার-এ ক্লিক করুন।
- তারপর আপনার আপনার PAN এবং Aadhaar নম্বর লিখুন।
- এরপর আপনার আধার এবং প্যান কার্ডের বিবরণ যাচাই করুন।
- মিলে যাবার পর, আপনার আধার নম্বর লিখুন এবং মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে, এবার ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পক্রিয়াটি সম্পূর্ণ করুন।
এসএমএস-এর মাধ্যমে Pan Aadhaar Link Check করার পদ্ধতি
আপনার মোবাইল থেকে UIDPAN <১২ সংখ্যার আধার নাম্বার> <১০ সংখ্যার প্যান নাম্বার> লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ এই নাম্বারে পাঠিয়ে দিন। যদি আপনার Pan Aadhaar Link করা থাকে, তাহলে আপনি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন।
অনলাইনে Pan Aadhaar Link Check করার পদ্ধতি
- প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- এরপর কুইক লিংকের মধ্যে লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন।
- তারপর আপনার প্যান নাম্বার এবং আধার নাম্বার লিখে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন।
যদি আপনার Pan Aadhaar Link করা থাকে, তাহলে দেখিয়ে দেবে।