JioCinema Dhamaka Offer: প্রিমিয়াম প্ল্যানের জন্যে কতো টাকা দিতে হবে ইউজারদের , কি কি ফিচারস পাওয়া যাবে

ইউজারদের জন্যে সুখবর সবচেয়ে সস্তা ওটিটি প্ল্যান নিয়ে হাজির জিও

ওটিটি (OTT) প্লাটফর্ম গুলোর মধ্যে জিও সিনেমা (JioCinema) বেশ পপুলার হয়েছে। আইপিএল (IPL) ম্যাচ টেলিকাস্টের স্বত্ব পেয়েছে জিও সিনেমা, তাই আইপিএল-এর মরশুমে রেকর্ড হারে ভিড় বেড়েছে দর্শকদের। জিও সিনেমা (JioCinema) সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রচার করছে আইপিএল (IPL)। তাই বিনা পয়সায় খেলা দেখার চাহিদা বেড়েছে সমর্থকদের মধ্যে। কিন্তু এতদিন পর্যন্ত ফ্রি-তে এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করা গেলেও, এবার নিতে হবে পেইড সাবস্ক্রিপশন। যদিও পেইড সাবস্ক্রিপশন আরো অনেক সুবিধা পাওয়া যাবে। 

পেইড সাবস্ক্রিপশন-এর জন্যে কতো টাকা লাগবে?

জিও সিনেমা (JioCinema) ইউজারদের জন্যে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ৯৯৯ টাকার বিনিময়ে আপনি এই প্ল্যাটফর্মের প্রিমিয়াম অ্যাক্সেস পাবেন। এক বছরের জন্যে এই অ্যাক্সেস পাওয়া যাবে। সম্প্রতি জিও সিনেমার তরফ থেকে জানানো হয়েছে, ইউজাররা পেইড সাবস্ক্রিপশন প্ল্যান নেবার আগে ৭ দিনের জন্যে জিও সিনেমার সমস্ত ফিচার ব্যাবহার করতে পারবে ফ্রীতে।

জিও সিনেমার প্রিমিয়াম প্ল্যানে ইউজারদের জন্যে অনেক গুলি সুবিধা দিছে –

১. ইউজাররা হলিউড মুভি এবং টিভি শোগুলি দেখার অ্যাক্সেস পাবে।

২. একজন ইউজার ৪ টি চারটি ডিভাইসে লগইন করতে পারবে।

৩. প্রিমিয়াম প্ল্যানের ইউজারদের কন্টেন্টে অ্যাড আসবেনা।

৪. হাই-ডেফিনিশন (HD) ভিডিও দেখতে পাবে ইউজাররা।

পেইড প্ল্যানে সাবস্ক্রাইব করার পদ্ধতি-

১. সাবস্ক্রাইব করার জন্যে, জিও সিনেমার ওয়েবসাইটে যান বা অ্যাপটি ওপেন করুন।

২. এরপর স্ক্রীনের উপরে থাকা ‘Subscribe’ অপশনে ক্লিক করুন।

৩. ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনি ৯৯৯ টাকার প্ল্যানটি দেখতে পাবেন।

৪. এরপর আপনার পছন্দ মতো পেমেন্ট পদ্ধতি বেছে ডেবিট, ক্রেডিট বা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করুন।

৫. সর্বশেষে পেমেন্ট পক্রিয়াটি সম্পূর্ণ করুন, তাহলেই আপনি জিও সিনেমার প্রিমিয়াম মেম্বার হবেন।