রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। এমন পরিস্থিতিতে, Jio তার ব্যবহারকারীদের ভাল যত্ন নেয়। Jio News প্রায়ই তার ব্যবহারকারীদের জন্য নতুন প্রিপেড মোবাইল রিচার্জ প্ল্যান (Jio Prepaid Plans) এবং জিও ফাইবার লেটেস্ট ব্রডব্যান্ড প্ল্যান (Jio Fiber Broadband Plans) লঞ্চ করে। এখন জিও তার ব্রডব্যান্ড ইউজারদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। জিও ফাইবার ব্যবহারকারীদের জন্য ১১৯৭ টাকার ব্রডব্যান্ড প্ল্যান (Jio Fiber Plans) চালু করা হল।
জিও ফাইবার প্ল্যান (Jio Fiber Plans) ৩৯৯ টাকা থেকে শুরু হয় কিন্তু এখন কোম্পানি ১১৯৭ টাকার রিচার্জে ইউজারদের জন্য একটি বড় অফার নিয়ে এসেছে। জিওর এই নতুন ব্রডব্যান্ড প্ল্যান টি আনা হয়েছে ৯০ দিনের জন্য। আপনি যদি Jio Fiber Plans-এর ১১৯৭ টাকার প্ল্যান নিতে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন এই প্ল্যানের দাম জিএসটি (GST) ছাড়া, জিএসটি যোগ হয়ে এর দাম কিছুটা বাড়তে পারে।আজকের প্রতিবেদনে আসুন আমরা আপনাকে বলি জিও ফাইবার এর এই প্ল্যান (Jio Fiber Plans) এ কী কী সুবিধা পাবেন ?
Jio Fiber Plans : জিও ফাইবারের এই নতুন প্ল্যান এ কী কী সুবিধা পাওয়া যাবে
- জিও-এর ১১৯৭ টাকার রিচার্জ প্ল্যানটি ৯০দিনের বৈধতার সাথে আসে।
- Jio Fiber ১১৯৭ প্ল্যানে, ইউজাররা প্রতি মাসে ৩.৩ টিবি (TB) হাই স্পিড ডেটা পাবেন যা প্রায়ই আনলিমিটেডের সমান।
- Jio Fiber Plan এর এই ব্রডব্যান্ডের নতুন প্ল্যানে ইউজাররা ৩০ এমবিপিএস (Mbps) পর্যন্ত স্পীড পাওয়া যাবে।
- জিও তার নতুন Jio Fiber Plans এ ইউজাররা বিনামূল্যে ভয়েস কলিং অফার করে।
- মনে রাখবেন যে, ইউজাররা Jio Fiber Plans-এর ১১৯৭ টাকার প্ল্যানে কোনও ধরনের ওটিটি (OTT) এর সুবিধা পাবেন না।
- জিও ফাইবারের এই প্ল্যান এ আপনি টেলিভিশনের (Jio Fiber Plans with TV) কোনরকম সুবিধা পাবেন না
Jio Fiber Plans : জিও ফাইবারের এই নতুন প্ল্যানটি কীভাবে রিচার্জ করবেন দেখে নিন
- প্রথমেই আপনাকে আপনার মোবাইল এ My Jio অ্যাপ টি খুলে নিতে হবে কিংবা আপনি কম্পিউটার থেকেও My Jio এর ওয়েবসাইট খুলে সেখান থেকে করতে পারেন।
- তারপর আপনার জিও মোবাইল নম্বর টি দিয়ে অথবা জিও ফাইবার ল্যান্ড লাইন নম্বর টি দিয়ে সেন্ড ওটিপি করতে হবে।
- আপনার ফোন এ যে ওটিপি টি আসবে সেটি ওখানে দিয়ে লগইন করে নিতে হবে।
- পরবর্তীতে ‘মেনু অপশন’ (Menu Option) বক্স থেকে বেছে নিতে হবে ‘ফাইবার’ (Fiber) বিকল্পটি।
- এরপর ১,১৯৭ টাকার প্ল্যানটি সিলেক্ট করে নির্দিষ্ট রিচার্জ অপশনে ক্লিক করে অনলাইন পেমেন্টের বিকল্প (Google Pay UPI, Phone Pay UPI, Paytm, WhatsApp ইত্যাদি) সিলেক্ট করতে হবে।
- এরপর পেমেন্ট হয়ে গেলেই, আপনি এই নতুন Jio Fiber Plans এর যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন।