Infinix Note 30 5G স্মার্টফোনটি মে মাসেই বিশ্বের কিছু কিছু দেশে লঞ্চ করা হয়েছিল, এবার এই সংস্থা ১৪ জুন ভারতে লঞ্চ করতে চলেছে এই স্মার্টফোনটিকে। কোম্পানি আগেই নিশ্চিত করেছিল যে ভারতীয় ভেরিয়েন্টে ১০৮-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। শুক্রবার, Infinix ঘোষণা করেছে যে ফোনটিতে একটি বাইপাস চার্জিং সলিউশন থাকবে। Infinix Note 30 5G একটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 SoC দ্বারা চালিত যা একটি Mali-G57 GPU এর সাথে যুক্ত। এটি ৪৫ ওয়াট চার্জার সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক নিয়ে বাজারে আসতে চলছে।
Infinix Note 30 5g : দাম ও কালার
স্মার্টফোন নির্মাতা Infinix ঘোষণা করেছে যে ভারতে Infinix Note 30 5G এর দাম শুরু হবে ১৫,০০০ টাকা থেকে। হ্যান্ডসেটের স্টোরেজ কনফিগারেশন অনুযায়ী দামের বিশদ বিবরণ এখনও স্পষ্ট করা হয়নি। ফোনটি ইন্টারস্টেলার ব্লু, ম্যাজিক ব্ল্যাক এবং সানসেট গোল্ড কালার অপশনে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সানসেট গোল্ড ভেরিয়েন্টের পিছনের প্যানেলে লিচুর খোসার মতো দেখতে লেদার ফিনিশ দেওয়া হয়েছে।
Infinix Note 30 5g : ফিচার্স ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
নির্মাণকারী সংস্থার তরফে এই Infinix Note 30 5g স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কিছু ফাঁস হয়ে যাওয়া সূত্রের খবর অনুযায়ী আমরা আপনাদের সামনে এই ফোনের ফিচার্স ও স্পেসিফিকেশনগুলি তুলে ধরার চেষ্টা করছি,
- একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি+ (১০৮০ x ২৪৬০ রেজোলিউশান সহ) IPS LTPS LCD ডিসপ্লে।
- টাচ স্যামপ্লিং রেট ২৪০ এইচজেড এবং ৫৮০ নিটস ব্রাইটনেস।
- ডুয়াল ন্যানো সিম সহ এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম।
- একটি Mali-G57 GPU যুক্ত অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 SoC চিপসেট।
- বিশ্বের বাজারে এই ফোনের যে ভ্যারিএন্ট দুটি রয়েছে তাতে যথাক্রমে ৪জিবি ও ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে।
- ১০৮ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, একটি ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, এবং একটি আনস্পেসিফায়েড “এ আই ক্যামেরা” সেন্সর।
- ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ৪৫ ওয়াট তারযুক্ত চার্জিংয়ের সমর্থন সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে।
- উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, Infinix Note 30 5G একটি বাইপাস ফাস্ট চার্জিং সলিউশন সহ আসে, যা চার্জিং কারেন্টকে ব্যাটারির থেকে বাইপাস করে সরাসরি মাদারবোর্ডে পাঠিয়ে দেয়।
- কোম্পানির মতে, হ্যান্ডসেটটি মাত্র ৩০ মিনিটে ১ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে সক্ষম।
- এই স্মার্টফোনে যেবিএল এর স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।
- IP53 রেটিং দেওয়া হয়েছে ধুলো ও জল প্রতিরোধ করার জন্য।
২০২৩ সালের জুন মাসে ভারতের বাজারে লঞ্চ হওয়া এই ৫টি দুর্দান্ত স্মার্টফোন দেখে নিন “এখানে ক্লিক করে”