How To Reduce Electricity Bill: বিগত কয়েক দিন ধরে গরম অতিরিক্ত বেড়েছে। অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছেনা বললেই চলে। তাই গরমও বেড়েছে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এই তীব্র গরমে ঘরে থাকলে সারাক্ষণ মনে হচ্ছে এসি বা ফ্যান চালায়। কিন্তু মাসের শেষে বিদ্যুতের বিল দেখে বাড়ছে বিপি।
তবে এবার থেকে অনেক্ষন এসি বা ফ্যান চালালেও বিদ্যুতের বিল আসবে তুলনামূলক অনেক কম বিল। কিন্তু তার জন্য মেনে চলতে হবে কয়েকটি পদ্ধতি। আসুন দেখে নেওয়া যাক কি ভাবে বৈদ্যুতিক বিল কমানো যায় (How To Reduce Electricity Bill)।
How To Reduce Electricity Bill : কি করে বিদ্যুতের বিল কম আসবে ?
- আপনার ঘরের এসি সঠিক তাপমাত্রায় ব্যাবহার করুন। অতিরিক্ত গরম থেকে বাঁচতে আমরা এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি বা হাই কুল করেদি। এর ফলে এসির কম্প্রেসার খুব দ্রুত চলতে থাকে ফলে মেশিনটি বেশি লোড নেই এবং বিল বেশী আসে। তবে আপনার এসি যদি ২৪-২৬ ডিগ্রির মধ্যে রাখেন তাহলে বিদ্যুতের বিল কম আসবে।
- এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন। এসির অতিরিক্ত ব্যাবহারের ফলে এসির এয়ার ফিল্টার ময়লা হয়ে যাই ফলে এসির কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই ২ সপ্তাহ অন্তর এসি ফিল্টার পরিষ্কার করুন দরকারে মেকানিক ডাকুন।
- এসি চালানোর সময় ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ রাখুন, তাহলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে।
- জানালতে মোটা পর্দা ব্যাবহার করুন, তাহলে এসির ঠাণ্ডা হাওয়া চট করে বাইরে বারিয়ে যাবেনা এবং বাইরের গরম হাওয়া ভেওতে প্রবেশ করবেনা।
- এসি বার বার অফ-অন করবেন না। এর ফলে বিদ্যুতের বিল বেশী আসে।
- রাতে সারারাত এসি চালানোর থেকে টাইমার ব্যাবহার করুন। এক্ষেত্রে ঘর ঠাণ্ডা হয়ে যাবার পর অটোমেটিক এসি বন্ধ হয়ে যাবে।
- তুলনামূলক নতুন এসির থেকে পুরনো এসি চালালে বিদ্যুতের বিল বেশী আসে। চেষ্টা করবেন খুব পুরনো এসি যাতে না চলে। এক্ষেত্রে আপনার পুরনো এসি এক্সচেঞ্জ করে নতুন এসি নিতে পারেন।
- ঘরের আয়তন অনুযায়ী সঠিক এসি নির্বাচন করা অত্যন্ত জরুরি তা না হলে এসির কার্যক্ষমতা কমে যায়। এসির ক্ষমতার থেকে যদি ঘরের আয়তন বেশি হয় তাহলে ভালো কুলিং পাওয়া যাবে না। সাধারণত ১০০ স্কোয়ারফিট ঘরের জন্য ১ টন এসি, 200 স্কোয়ার ফিট ঘরের জন্য ১.৫ টন এসি এবং 400 স্কোয়ার ফিট পর্যন্ত ঘরের জন্য ২ টন এসি ব্যবহার করা হয়।
- এসি চলাকালিন ফ্যান চালু রাখতে হবে। এর ফলে খুব কম সময়ে এসির ঠাণ্ডা বাতাস ঘরের ছারদিকে ছড়িয়ে পড়বে। ফলে কম সময় এসি চালিয়ে বিদ্যুতের বিলও কম আসবে।
- আমরা প্রায় ঘরে না থাকলেও এসি, ফ্যান, লাইট বা অনান্যা ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন না থাকলেও চালিয়ে রাখি। এর ফলে বিদ্যুতের বিল বেশী আসে। এর জন্য বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের বার বার সতর্ক করে চলেছে।
- অবশ্যই ৫ স্টার দেওয়া এসি কিনুন। তাতে বিদ্যুতের খরচ অনেকটাই কম হবে।
- এসি চলাকালিন টিভি, ওয়াসিং মেশিনের মতো ডিভাইস চালাবেন না। এতে আপনার বিদ্যুতের খরচ অনেকটাই কম হবে।