Google Pay: গুগল পে পেমেন্ট হিস্ট্রি ডিলিট করতে চান ! রইলো সহজ উপায়

খুব সহজেই আপনার গুগল পে-এর Payment History মুছে ফেলা যাবে, রইল বিস্তারিত তথ্য

Google Pay: গত কয়েক বছর থেকে আমাদের জীবনে বিশেষ পরিবর্তন এসেছে। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রোজকার জীবনের অনেক কাজ সহজ করে তুলেছে। বাড়ির ইলেক্ট্রিক বিল থেকে শুরু করে রেস্তরা থেকে খাবার অর্ডার অথবা ট্যাক্সি বুকিং, এখন প্রায় সব কাজই খুব সহজে স্মার্টফোন থেকে করা যাচ্ছে। আর এই কারণেই বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই অন্যতম Google Pay।

গুগল পে থেকে কাউকে পেমেন্ট করলে, এটি হিস্ট্রিতে সেভ থেকে যায়। কিন্তু মুশকিল হচ্ছে, অনেক সময় আমরা এমন কিছু স্থানে পেমেন্ট করে থাকি যা একান্তই ব্যক্তিগত অর্থাৎ অন্য কারোর সাথে শেয়ার করা যায়না। কিন্তু জানেন না কি করে Payment History ডিলিট করবেন, তবে আপনিও কি এই সমস্যায় পড়েছেন? চিন্তা করবেন না। আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো কি করে সহজেই আপনার গুগল পে-এর পেমেন্ট হিস্ট্রি মিছে ফেলবেন।

কি করে Google Pay পেমেন্ট হিস্ট্রি ডিলিট করবেন

গুগল পে-এর পেমেন্ট হিস্ট্রি ডিলিট করার জন্য নিম্ন লিখিত পক্রিয়াটি অনুসরন করুন।

  • প্রথমেই আমরা ফোন থেকে অ্যাপ ওপেন করুন।
  • অ্যাপের ডানদিকে কোনে আপনার প্রোফাইলের ছবিতে ক্লিক করুন।
  • স্ক্রল ডাউন করে নিজে যান এরপর সেটিংস অপশনে প্রেস করুন।
  • পরবর্তী পেজে প্রাইভেসি এবং সিকিউরিটি বিকল্প বেছে নিন।
  • নতুন পেজে Data & Personalization-এ ক্লিক করার পর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার পরই আপনার সমস্ত ট্রানজেকশন দেখিয়ে দেবে, আপনি ছাইলে সব মুছে ফেলতে পারেন অথবা নির্দিষ্ট কোনও ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে পারেন Google Pay থেকে।