Youtube Channel Create: নতুন ইউটিউব চ্যানেল বানাতে চাইছেন? তবে এই সেটিং অন করতে ভুলবেন না

নতুন ইউটিউব চ্যানেল শুরুর সময় সমস্ত সেটিং অন করার সঠিক পদ্ধতি।

Youtube Channel Create Tips 2023: বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube। আমরা সকলেই এই প্লাটফর্মের সাথে পরিচিত। অনেকেই এই প্লাটফর্মটিকে আয়ের পথ হিসেবে বেছে নিয়েছে। মাস গেলে লাখ লাখ টাকা আয় করছেন তারা। বর্তমানে বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে, তাই গুগলে সব থেকে বেশী সার্চ কিওয়ার্ড দেখা যাচ্ছে How To Earn Money From Online বা How To Earn Money From Youtube। 

অনলাইনে ইনকাম করার সহজ পদ্ধতি হল ইউটিউবে চ্যানেল বানিয়ে কনটেন্ট উপলোড করা। কিন্তু চ্যানেল বানিয়ে ইনকাম করতে বেশ কিছু সেটিং-এর উপর নজর দিতে হয়। তবে ইউটিউব চ্যানেল বানানোর সিক্রেট সেটিং কি ? কোন কোন সেটিং অন করলে আপনার কনটেন্ট দ্রুত ইউজারদের কাছে পৌঁছাবে?

Youtube Channel Create করার পদ্ধতি গুলি কি কি ?

  • প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।
  • এরপর ইউটিউব অ্যাপ্লিকেশান বা যে কোন ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করুন।
  • ওপেন করার পর উপরে ডানদিকের কোনে ছবিতে ক্লিক করুন।
  • এরপর ড্রপ ডাউন মেনু থেকে Your Channel অপশনে ক্লিক করার পর, নতুন পেজে Create Channel অপশনে ক্লিক করুন। 
  • পরের পেজে পেন্সিল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো এবং চ্যানেলের বিবরণ দিন।
  • এরপর Youtube Studio অ্যাপ ওপেন করুন বা লিঙ্কে ক্লিক করুন।
  • ওপেন হবার পর বাদিকে নীচে সেটিং অপশনে ক্লিক করুন।
  • ক্লিক করার পর নতুন উইন্ডো থেকে দ্বিতীয় অপশন (Channel)-এ ক্লিক করুন।
  • এরপর, Feature Eligibility অপশনে ক্লিক করার পর, Intermediate Features এবং Advanced Features সেটিং অন করুন।
  • এরপর Advanced Settings অপশনে ক্লিক করার পর, আপনার কনটেন্ট ছোটদের না প্রাপ্ত বয়স্কদের জন্য সেটি বেছে নিন। 
  • তারপর Basic Info থেকে India বেছে নিয়ে আপনার পছন্দের কিওয়ার্ড দিয়ে দিন।
  • এরপর Upload Defaults অপশনে ক্লিক করার পর Advanced Settings ক্লিক করুন এবং আপনার ভিডিও ক্যাটাগরি ও ভিডিও ল্যাঙ্গুয়েজ বেছে নিন।
  • সবশেষে সেভ করে দিন তাহলেই আপনার Youtube চ্যানেলের সব সেটিং অন হয়ে যাবে।