SBI: এসবিআই গ্রাহকদের জন্যে সুখবর, এবার থেকে ব্যাংকে না গিয়েও মিলবে প্রচুর সুবিধা

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের স্বার্থে নানাবিধ সুবিধা দিচ্ছে, লাইনে না দাঁড়িয়েও মিলবে এই সব সুবিধা

আমাদের দেশে অনেক রকম ব্যাংক থাকলেও, সরকারি ব্যাংক বলতে গেলে আমাদের প্রথমেয় মাথাই আসে এসবিআই (SBI) বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) নাম। গ্রাহকদের সুবিধার কথা মাথাই রেখে নানা রকম সুবিধা নিয়ে এসেছে। ব্যালেন্স চেক (Balance Check) বা পাসবুক আপডেট (Passbook Update) করার জন্যে আমাদের দাঁড়াতে হতো লম্বা লাইনে। কিন্তু এবার থেকে ঘরে বসেই মিলবে সবরকম সুবিধা। কি ভাবে ব্যাংকে না গিয়েও মিলবে আই সুবিধা, সে বিষয়ে আমরা আলোচনা করবো এই প্রতিবেদনে।

এসবিআই ব্যালেন্স চেক করবেন কি করে এসএমএস এর মাধ্যমে ?

এক্ষেত্রে গ্রাহককে ব্যাংকে নিজের নম্বর নথিভুক্ত করাতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড নম্বর থেকে ৯২২৩৭৬৬৬৬৬ নম্বর থেকে ‘BAL’ লিখে এসএমএস (SMS) পাঠিয়ে ব্যালেন্স চেক (Balance Check) করে নিতে পারবেন।

এসবিআই ব্যালেন্স চেক করবেন কি করে মিসড কল এর মাধ্যমে ?

এসবিআই (SBI) গ্রাহকদের এই সুবিধা পাবার জন্যে, গ্রাহকে ব্যাংকে নিজের নম্বর নথিভুক্ত করাতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড (Register) নম্বর থেকে ৯২২৩৭৬৬৬৬৬ তে মিসড কল দিতে হবে। মিসড কল দেবার কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ আসবে। সেখানেই আপনি আপনার ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

মিনি স্টেটমেন্ট চেক করবেন কি করে ?

সবিআই গ্রাহকদের এই সুবিধা পাবার জন্যে, গ্রাহকে ব্যাংকে নিজের নম্বর নথিভুক্ত করাতে হবে।  এরপর আপনার রেজিস্টার্ড নম্বর থেকে ৯২২৩৮৬৬৬৬৬ তে মিসড কল দিন বা ‘MSTMT’ লিখে এসএমএস (SMS) পাঠাতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি টেক্সট মেসেজ আসবে। এরপর আপনি দেখে নিতে পারবেন আপনার শেষ ৫ টি লেনদেন।

ঘরে বসে (Cheque Book) চেকবুক পাবেন কি করে ?

এসবিআই (SBI) গ্রাহকদের এই সুবিধা পাবার জন্যে, গ্রাহকে ব্যাংকে নিজের নম্বর নথিভুক্ত করাতে হবে। তারপর আপনার রেজিস্টার্ড নম্বর থেকে ০৯২২৩৫৮৮৮৮৮ নাম্বারে ‘CHQREQ’ লিখে মেসেজ পাঠাতে হবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে। পরবর্তীতে মেসেজের রিপ্লাই দিয়ে অনুরোধ টি সম্পূর্ণ করুন।

এটিএম কার্ড হারিয়ে গেলে ব্লক করবেন কি করে ?

এসবিআই গ্রাহকদের এই সুবিধা পাবার জন্যে, গ্রাহকে ব্যাংকে নিজের নম্বর নথিভুক্ত করাতে হবে।  এরপর আপনার রেজিস্টার্ড নম্বর থেকে “BlockXXXX” (এখানে XXXX আপনার কার্ড নম্বরের শেষ ৪টি সংখ্যা) টাইপ করে ৫৬৭৬৭৬ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন। এছারাও আপনি সবিআই কাস্টোমার কেয়ার এ ফোন করে ব্লক করতে পারেন। কাস্টোমার কেয়ার এর নাম্বার গুলি হলো – ১৮০০১২৩৪, ১৮০০১১২২১১, ১৮০০৪২৫৩৮০০, ১৮০০২১০০ এবং ০৮০২৬৫৯৯৯৯০। মনে রাখবেন, একবার কার্ড ব্লক হবার পর পুনরায় এই কার্ডটি আর ব্যাবহার করতে পারবেননা।

ব্যাংকের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করবেন কি করে ?

এসবিআই (SBI)-এর মিসড কল বা এসএমএস পরিষেবা গুলি পেতে গেলে ব্যাংকের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করতে হবে। এর জন্য ‘REG অ্যাকাউন্ট নম্বর’ লিখে ০৯২২৩৪৮৮৮৮৮  নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছারাও আপনার এটিএম কার্ডের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট বা পরিবর্তন করতে পারবেন –

১. আপনার নিকটস্থ এসবিআই এটিএম এ যান।

২. এরপর কার্ড টি সোয়াইপ করুন।।

৩. সোয়াইপ করার পর, ৪ নাম্বারের পিন দিন।

৪. এরপর মেনুতে গিয়ে রেজিস্টার অপশনে যান।

৫. এরপর চেঞ্জ মোবাইল নাম্বার অপশন বেছে নিন।

৬. আপনার পুরনো নাম্বারটি দিন এবং ওটিপি দিয়ে কনফার্ম করুন।

৭. অবশেষে, নতুন নাম্বার দিন এবং ওটিপি দিয়ে কনফার্ম করুন।

এছাড়াও মোবাইল অ্যাপ বা আনলাইনের মাধ্যমে এই পরিষেবা গুলি আপনি পেয়ে যাবেন। এসবিআই (SBI) অ্যাপটি গুগল প্লে স্টোর ডাউনলোড করতে হবে। 

আরো পড়ুন