ADVERTISEMENT

WhatsApp Font: হোয়াটসঅ্যাপের ফন্ট পছন্দ না? পাল্টে ফেলুন

Published on:

ADVERTISEMENT

অফিসিয়াল কাজ হোক বা বন্ধুদের সাথে আড্ডা সব ক্ষেত্রেই আমরা হোয়াটসঅ্যাপ ব্যাবহার করে থাকি। কিন্তু, একঘেয়ে হোয়াটসঅ্যাপের ফন্ট (WhatsApp Font) এর জন্যে বিরক্ত হয়ে যাচ্ছেন। তবে এবার থেকে আর বিরক্ত হবেন না, কারন এটিরও একটি সমাধান রয়েছে। আমরা একটি নতুন অ্যাপের নাম বলবো, যার সাহায্যে আপনি নীল রঙের বিভিন্ন অভিনব ফন্ট ব্যাবহার করে আপনার প্রিয়জন বা বন্ধুদের মেসেজ করতে পারবেন। এই অ্যাপটি সম্পর্কে জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

ADVERTISEMENT

নীল রঙের স্টাইলিশ ফন্ট পাঠাবেন কি করে ?

১.গুগল প্লে স্টোরে গিয়ে “Stylish Text – Fonts Keyboard” অ্যাপটি ডাউনলোড করুন।

২. এরপর অ্যাপটি খুলুন এবং ডানদিকে নীচে তীরটিতে ৩ বার ক্লিক করুন।

৩. তারপর ডানদিকে নীচে Agree অপশনে ক্লিক করুন।

৪. তারপর কীবোর্ড অপশনে ক্লিক করুন।

৫. এরপর Enable Keyboard অপশনে ক্লিক করার পর, Stylish Text Keyboard অপশনে টি Enable করুন।

৬. এরপর হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাটবক্স অন করুন।

৭. একদম নীচে কীবোর্ড আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

৮. ক্লিক করার পর “Stylish Text – Fonts Keyboard” অপশনটিতে ক্লিক করে স্যুইচ করুন।

৯. এরপর টেস্ট মেসেজ টাইপ করুন, দেখবেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে।

১০. ফন্টের কালার পরিবর্তন করতে চাইলে, বাম দিকের স্লাইডে ক্লিক করলে বিভিন্ন অভিনব ফন্ট দেখতে পাবেন।

১১. তারপর আপনি নীল ফন্ট দেখতে পাবেন, এটিকে Enable করুন।

১২. এরপর চ্যাটবক্স অন করে টাইপ করুন তাহলেই নীল রঙের ফন্ট দেখতে পাবেন।

এই অ্যাপটি কি ব্যাবহার করা উচিৎ ?

এই অ্যাপটি একটি থার্ড পার্টি অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করার আগে ভালো করে রিভিউ চেক নেবেন। যেকোনো অ্যাপ ইনস্টল করার পর অনুমতি দিন অপশন আসে, যার ফলে আপনার স্মার্টফোনে থাকা যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যদিও এই অ্যাপটিতে সেরকম কোনো অনুমতি চাইনা আপাতত