How To Change Phonepe Password: ফোনপে পিন পরিবর্তন করুন এক মিনিটে

জেনে নিন ফোনপে পিন পরিবর্তন করার সহজ উপায়।

How To Change Phonepe Password 2023: PhonePe হল এমন একটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ( UPI ) প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের কোনো অ্যাকাউন্ট নাম্বার বা IFSC কোড ব্যবহার না করেই লেনদেন করতে দেয়। এই ডিজিটাল পেমেন্ট সহজ হলেও কিছু নেগেটিভ দিকও রয়েছে। একই পাসওয়ার্ড অনেকদিন থেকে ব্যবহার করেন তাহলে মাঝে মাঝে পাসওয়ার্ড পালটে ফেলবেন, তাহলে প্রতারকদের থেকে সহজেই নিরাপদ থাকতে পারেন। আবার অনেক সময় আমরা ফোনপের পাসওয়ার্ড ভুলে যায়, এমন পরিস্থিতিতে খুব সহজেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন।

কি করে ফোনপের পাসওয়ার্ড পরিবর্তন করবেন (How To Change Phonepe Password)

  • প্রথমেই আপনার ফোন থেকে  PhonePe অ্যাপ ওপেন করুন।
  • এরপর বাদিকে উপরে আপনার ছবিতে ক্লিক করুন।
  • স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন এবং Change Password বিকল্পে ক্লিক করুন।
  • এরপর আপনার ৪ সংখ্যার পুরনো পাসওয়ার্ড টাইপ করুন এবং কনটিনিউ করুন।
  • তারপর আপনার নতুন পাসওয়ার্ড টাইপ করুন এবং কনটিনিউ করুন।
  • সবশেষে পপ আপ উইন্ডোতে কনফার্ম করলেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

Phonepe-এর পুরনো পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন

  • প্রথমেই আপনার ফোন থেকে  PhonePe অ্যাপ ওপেন করুন।
  • এরপর বাদিকে উপরে আপনার ছবিতে ক্লিক করুন।
  • স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন এবং Change Password বিকল্পে ক্লিক করুন।
  • এরপর নতুন পেজে নীচের দিকে Forgot Password অপশনে ক্লিক করুন।
  • তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করুন।
  • সবশেষে আপনার  ৪ সংখ্যার নতুন পাসওয়ার্ড টাইপ করুন এবং কনফার্ম করলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে।

উল্লেখ্য, ফোনপে-তে পাসওয়ার্ড ভুলের ঝামেলা এড়াতে আপনি PhonePe UPI Lite ব্যবহার করতে পারেন।