Honda Elevate SUV : ক্রেটা নেক্সন কে টক্কর দেবে হোন্ডার এই SUV

চোখ ধাঁধানো লুক্সে ভারতে লঞ্চ হল এই কমপ্যাক্ট Honda Elevate SUV গাড়িটি

কমপ্যাক্ট SUV সেগমেন্টে সবাইকে টেক্কা দিতে Honda অবশেষে লঞ্চ করেই ফেললো Honda Elevate SUV। এটিকে ভারতের একটি যথাযথ কমপ্যাক্ট SUV বলা যেতে পারে, যা বিশ্ব বাজারেও রপ্তানি করা হবে। Honda-র চিরাচরিত SUV যেমন WR-V, CR-V এই ধরনের নামগুলিকে দূরে সরিয়ে রেখে পুরোপুরিভাবে নতুন করে এই গাড়ির নামকরন করা হয়েছে বলে সংস্থার তরফে জানা গিয়েছে। এই গাড়ির বুকিং খুব সম্ভবত জুলাই মাস থেকেই শুরু হবে এবং এটির দাম এখনও স্পষ্ট নয় তবে আশা করা হচ্ছে অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যেই এই SUV-এর নির্ধারিত মূল্য সামনে চলে আসবে।

কয়েকটি ঝলকের দৌলতে, এই হোন্ডা এসইউভি টি কিরকম দেখতে হবে তা সম্বন্ধে কিছুটা ধারনা করা গিয়েছে। গাড়িটিকে একটি খাড়া আকৃতির এবং বক্সি লুকস্‌ দিয়েছে হোন্ডা। এই গাড়ির ফ্রন্ট ফেসিং-এ একটি বড় আকারের গ্রিল দেওয়া হয়েছে যা এই গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে, পাশাপাশি এলইডি হেডলাইটস্‌, এলইডি ডিআরএলস্‌ সব মিলিয়ে এই গাড়িকে দুর্দান্ত রুপে সাজিয়ে তোলা হয়েছে।

Honda Elevate SUV : কেবিন এবং স্পেসিফিকেশন

Honda Elevate SUV এর কেবিনের চারিদিকে সমস্তরকম সফট-টাচ ম্যাটেরিয়াল ব্যবহার করে খুবই আড়ম্বরপূর্ণ করে তোলা হয়েছে। এছাড়াও, এই কমপ্যাক্ট SUV তে একটি প্রিমিয়াম ডুয়াল টোন কেবিন থিম দেওয়া হয়েছে।

Honda Elevate SUV-এ একটি ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন সিস্টেম, কানেক্টেড কার টেক, একটি সিঙ্গেল-পেন সানরুফ, অটো এসি, ওয়্যারলেস ফোন চার্জিং এবং একটি ৭-ইঞ্চি ডিজিটাল ড্রাইভারের ডিসপ্লে দেওয়া হয়েছে। এর নিরাপত্তার ঝুলিতে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), এডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) রয়েছে। এছাড়াও এই গাড়িতে লেন-কিপিং অ্যাসিস্ট্যান্ট, এডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং অটোনোমাস ব্রেকিং সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।

Honda Elevate SUV-তে Honda City থেকে নেওয়া ১২১ পিএস 1.5-লিটার পেট্রোল পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। এটির গিয়ার বক্সটি একটি ৬-স্পীড ম্যানুয়াল বা একটি CVT ট্রান্সমিশন ব্যবহার করে তৈরি করা হয়েছে। Honda City-র Hybrid ভ্যারিএন্ট থেকে 126PS 1.5-লিটার শক্তিশালী-হাইব্রিড ইঞ্জিনটি হয়তো পরে এর সাথে যোগ করা যেতে পারে।

Honda Elevate SUV : আকার এবং দাম

Honda Elevate SUV এর দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা যথাক্রমে ৪,৩১২ x ১,৭৯০ x ১,৬৫০ এমএম, এছাড়াও এটিতে ৪৫৮-লিটারের একটি বড় কার্গো স্টোরেজ স্পেসও দেওয়া হয়েছে। এটির দাম এখনও স্পষ্ট নয় তবে আশা করা হচ্ছে এর প্রারম্ভিক দাম হতে পারে ১২ লক্ষ টাকার কাছাকাছি।