Google Tips: অনলাইনের যুগে Google-এর ব্যাবহার আমরা সবাই করি। অফিসের কাজ হোক বা প্রয়োজনীয় তথ্য খুজতে কম বেশি আমরা ব্যাবহার ব্যাবহার করে থাকি Google। সম্প্রতি, চলতি বছর ডিসেম্বর মাসেই ডিলিট হয়ে যেতে পারে আপনার Google অ্যাকাউন্ট। তাই ইউজারদের আগেভাগেই সতর্ক করল গুগল। কিন্তু ঠিক কী কারণে অ্যাকাউন্ট মুছে যেতে পারে আপনার?
Google অ্যাকাউন্ট বন্ধ করার কারন কি ?
Google একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যদি কোন ইউজাররা ২ বা তার বেশী বছর ধরে গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকে, তবে তা ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। চলতি বছর ডিসেম্বর মাস থেকে এই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আপনার জিমেইল, গুগল ড্রাইভ, গুগল মিট, গুগল ফটো সব কিছুই ডিলিট হয়ে যাবে।

ছবি : Pixabay
তবে জানা যাচ্ছে, গুগল সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করবেনা, এক্ষেত্রে যেসব ইউজারদের অ্যাকাউন্টগুলি দীর্ঘ দিন ধরে ব্যাবহার হয়না সেগুলিকেই সরিয়ে ফেলা হবে।
নিষ্ক্রিয় Google অ্যাকাউন্ট গুলি –
Google জানিয়েছে, এক্ষেত্রে শুধু পার্সোনাল অ্যাকাউন্ট গুলিকে ডিলিট করা হবে। স্কুল, কলেজ, বা ব্যবসায়িক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট গুলি নিষ্ক্রিয় করা হবেনা। ধরুন আপনার জিমেল অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি অ্যাকাউন্টটি ব্যাবহার করেন না বা লগইন আইডি ভুলে গেছেন। সেক্ষেত্রে অনেকদিন ধরে আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে পারননি, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

ছবি : Pixabay
গুগল জানিয়েছে, ইউজারদের কথা মাথাই রেখে এই সিধান্ত নেওয়া হয়েছে। কারন অনেকদিন ধরে অ্যাকাউন্ট ব্যাবহার না করলে সহজেই হ্যাকাররা এই অ্যাকাউন্ট গুলিকে নিশানা করতে পারে। এই হ্যাকিং রুখতে অব্যবহৃত অ্যাকাউন্ট গুলিকে নিস্ক্রিয় করা হবে।
Google অ্যাকাউন্ট ডিলিট হওয়া থেকে বাঁচবেন কি করে?
যে Google অ্যাকাউন্ট ২ বা তার বেশী বছর ধরে ব্যবহার করেননি, তা লগ ইন করুন বা সেখান থেকে ই-মেল পাঠান। পাশাপাশি গুগল ড্রাইভ ব্যবহার করুন, ইউটিউব ভিডিও দেখুন। গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করুন, গুগল সার্চ করুন। অর্থাৎ বুঝিয়ে দিন আপনার অ্যাকাউন্টটি সচল।