Google Pay: এবার থেকে ব্যাংকে ব্যালেন্স না থাকলেও করা যাবে অনলাইন পেমেন্ট, গুগল পে নতুন পরিষেবা

আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকা সত্তেও পেমেন্ট করুন গুগল পে-এর মাধ্যমে।

ডিজিটালাইজেশনের যুগে গুগল পে (Google Pay), ফোন পে (PhonePe), পেটিএম (Paytm) -এর মতো ইউপিআই প্ল্যাটফর্ম গুলির রমরমা বাজার। সাধারণ মানুষ এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে টাকা-পয়সা লেনদেন হলেই বেশি খুশি হচ্ছেন। কিন্তু অনেক সময় ব্যাংকে পর্যাপ্ত পরিমানে ব্যালেন্স না থাকায় মুশকিলে পড়তে হয়। তবে আপনি যদি গুগল পে (Google Pay) ব্যাবহার করে থাকেন, তাহলে সহজেই হবে মুশকিল আসান। কারন গুগল পে আমাদের জন্যে এক নতুন পরিসেবা চালু করেছে। গুগল পে-এর নতুন পরিষেবা সম্বন্ধে আমরা এই প্রতিবেদনে আলোচনা করবো।

গুগল পে-এর নতুন পরিষেবাটি কি ?

এবার থেকে আপনার ব্যাংকে ব্যালেন্স না থাকলেও অনলাইন পেমেন্ট (Online Payment) করতে পারবেন। কিন্তু এর জন্যে আপনার কাছে থাকতে হবে রুপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card)। এক্ষেত্রে আপনাকে রুপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card)-এর সঙ্গে গুগল পের লিঙ্ক করতে হবে। এরপর আপনি অনলাইন বা অফলাইন পেমেন্ট করতে পারবেন।

রুপে ঘোষণা অনুযায়ী, রুপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card)-এর গ্রাহকরা এই সুবিধা পাবে। সম্প্রতি, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত প্রায় ৮৭ লাখ ইউজার অনলাইন পেমেন্ট করেছে বলে যানা যাচ্ছে।

গুগল পে-এর সঙ্গে রুপে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন কি করে?

আপনার কাছে যদি রুপে ক্রেডিট কার্ড (Rupay Credit Card) থাকে, আপনি যদি গুগল পের আইডির সাথে লিঙ্ক করতে চান তাহলে সম্পূর্ণ পক্রিয়াটি পড়ুন-

১. প্রথমে আপনার মোবাইল থাকা গুগল পে আপটি খুলে নিতে হবে।

২. এরপর সেটিংস অপশনে গিয়ে রুপে ক্রেডিট কার্ডের (Rupay Credit Card)-এর বিকল্পে ক্লিক করুন।

৩. এরপর রুপে ক্রেডিট কার্ডে টি যে ব্যাংক থেকে দিয়েছে সেটি বেছে নিন।

৪. পরবর্তী ধাপে আপনাকে ক্রেডিট কার্ডের শেষ ৬টি সংখ্যা লিখতে হবে এবং ক্রেডিট কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পিন নম্বর দিতে হবে।

৫. সর্বশেষে ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে পক্রিয়াটি সম্পূর্ণ করলেই, আপনি সহজেই পেমেন্ট করতে পারবেন।

আরো পড়ুন