Apple iPhone 11 : একটি আইফোন কেনার সুপ্ত বাসনা আমাদের সবার মনের মধ্যেই থাকে, তবে আজ তা পুরন করার সময় এসেছে। আসলে iPhone কেনার ক্ষেত্রে এর দাম আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু এখন আর সেবিষয়ে পরোয়া নেই! ফ্লিপকার্ট (Flipkart) থেকে অতি সহজেই আপনি একটি Apple iPhone 11 কিনে নিতে পারেন মাত্র ২০,০০০ টাকার বিনিময়ে। আসলে লেটেস্ট iPhone 14 সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই এর পূর্বসূরী মডেলগুলির দাম অনেকখানি কমে গেছে। এমতাবস্থায় অনেক সস্তায় মিলছে iPhone 11 মডেলটি – আপনি এখন এটি একটি মিড-রেঞ্জ অর্থাৎ বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামেই কিনে নিতে পারবেন।
Apple iPhone 11 : কি কি অফার দিচ্ছে ফ্লিপকার্ট
ফ্লিপকার্টে Apple iPhone 11 মডেলটির এমআরপি আছে ৪৩,৯০০ টাকা, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট ১১% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ফ্লিপকার্টের তরফ থেকে অর্থাৎ আপনি এই ফোন টি পেয়ে যাচ্ছে ৩৮,৯৯৯ টাকায়। এর পরেও যদি আপনার কাছে Axis Flipkart Credit Card থাকে তাহলে অতিরিক্ত আরও ৫% ক্যাশব্যাক (সর্বোচ্চ ১,০৭৫ টাকা) পেয়ে যাবেন। তাহলে এখন আইফোন টির মূল্য দাঁড়ালো ৩৭,৯২৪ টাকা।
শুধু এখানেই শেষ নয়, এরপর আছে আসল টুইস্ট। ফ্লিপকার্ট Apple iPhone 11 মডেলটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। অর্থাৎ আপনি যদি সবকিছু অফার ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি এই Apple iPhone 11 মোবাইল টি মাত্র ৭,৯২৪ টাকায় কিনে নিতে পারবেন। এর চেয়ে সস্তা অফার কি আর কিছু হয়!
Apple iPhone 11 : স্পেসিফিকেশন
আইফোন ১১ অপেক্ষাকৃত পুরনো মডেল হলেও এটি যে একটি অ্যাপেল প্রোডাক্ট তাই এর স্পেসিফিকেশন যে সেই মানেরই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এতে আছে,
- ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ৮২৮×১৭৯২ পিক্সেল।
- এটি পারফরম্যান্সের জন্য সংস্থার নিজস্ব এ১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করে।
- ৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে (উল্লেখ্য, উপরে উল্লিখিত অফার গুলি কিন্তু ৬৪ জিবি ভ্যারিএন্টের ক্ষেত্রেই প্রযোজ্য)।
- পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে ৩,১১০ এমএএইচ ব্যাটারি।
- অন্যদিকে সাউন্ড আউটপুটের জন্য এই আইফোনটি স্টিরিও স্পিকার অফার করবে।
- ফটোগ্রাফির জন্য এর ইউজাররা পাবেন ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ।
Apple iPhone-এ আরও ডিসকাউন্ট দেখে নিতে “এখানে ক্লিক করুন”