Aadhaar Card Update: মোবাইল নম্বর বদলে গেলে, আধার কার্ডের সঙ্গে নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার সহজ পদ্ধতি

আধার কার্ডের সাথে নতুন ফোন নম্বর সংযুক্ত করার সঠিক নিয়ম।

আধার কার্ড (Aadhaar Card) হলো দেশের নাগরিকের পরিচয় পত্রের নথি গুলির মধ্যে একটু গুরুত্বপূর্ণ আইডি কার্ড। যে কোনও সরকারি বা বাঙ্কের পরিষেবা পেতে গেলে এই ১২ সংখ্যার আধার কার্ডটি প্রাধান্য পেয়ে থাকে। বর্তমানে ভারত সরকার সমস্ত নাগরিকদের জন্য ১০ ডিজিটের মোবাইল নম্বরের (Mobile Number) সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে মোবাইল নম্বর বদলে বা হারিয়ে যায়, তবে কি করবেন? রইল বিস্তারিত তথ্য।

Aadhaar Card-এ নতুন Mobile/Phone নম্বর পরিবর্তন করবেন কি ভাবে?

যদি কোন কারণে মোবাইল নম্বর হারিয়ে গিয়েছে বা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অন্য একটি নম্বর আধারের সঙ্গে যুক্ত করতে চান তাহলে সেই ব্যক্তিকে আধার নথিভুক্তি কেন্দ্রে যেতে হবে। কারণ, মোবাইল নম্বর পরিবর্তন করার পক্রিয়া অনলাইনে করা যাবে না। 

তবে জানিয়ে রাখি, যে কোনও ব্যাক্তি চাইলে সহজেই তাঁর নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো ডেমোগ্রাফিক ডেটা অনলাইন অর্থাৎ Aadhaar Self Service Update পোর্টালের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।

ওই ব্যাক্তিকে বাড়ির কাছাকাছি কোনও আধার সেন্টারে গিয়ে Aadhaar Update/Correction ফর্ম তুলতে হবে। এই ফর্মে নতুন মোবাইল নম্বর দিতে হবে এবং আপনার আধার কার্ডের নম্বর অবশ্যই লিখতে হবে। ফর্ম জমা দেবার ৭ দিনের মধ্যে নতুন মোবাইল নম্বর উপডেট হয়ে যাবে। 

Aadhaar Card-এর Status Check করবেন কি করে?

ইউআইডিএআই (UIDAI)-এর ট্রোল ফ্রি নম্বর 1947 -এ কল করে কোনও ব্যক্তি নতুন মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্ত করার স্টেটাস জানতে পারবেন।