Cheapest Electric Scooter in India : ইলেক্ট্রিক স্কুটার মাত্র ৪১,০০০ টাকায়

সবচেয়ে সস্তায় ইলেক্ট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন, তাহলে এই পোস্ট আপনার জন্যই। দেখে নিন ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার (Cheapest Electric Scooter in India)

আমাদের ভারতবর্ষ বিচিত্র সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্য ছাড়াও, ভারত তার ট্র্যাফিক জ্যামযুক্ত রাস্তাগুলির জন্যও পরিচিত। ট্রাফিককে হারাতে এবং সময় বাঁচাতে, অনেকেই তাদের পছন্দের পরিবহনের মাধ্যম হিসেবে দুই-চাকার যানবাহনকেই বেছে নেয়। আর সেজন্যেই সাম্প্রতিক বছরগুলিতে যে দুই-চাকার যানবাহনগুলি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে সেটি হল ইলেক্ট্রিক স্কুটার। তাই আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার (Cheapest Electric Scooter in India)।

বর্তমানে পেট্রোল এর চরম মূল্যবৃদ্ধির বাজারেও যারা আরামদায়ক অথচ লাভজনক দু-চাকা খুঁজছেন তাদের জন্য ইলেক্ট্রিক স্কুটার একটি চমৎকার বিকল্প।কারণ এটি চালানো সহজ, খরচাও থাকে আয়ত্তের মধ্যে, বেশ ভালো মাইলেজও পাওয়া যায় এবং প্রচুর পার্কিং জায়গার প্রয়োজনও হয় না। যাইহোক, আজকের বাজারে অনেকগুলি ইলেক্ট্রিক স্কুটার এর বিকল্প উপলব্ধ,কিন্তু আপনার বাজেট অনুযায়ী সঠিকটি বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাই আপনাদের জানিয়ে রাখি যে, এই মুহূর্তে ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার (Cheapest Electric Scooter in India) হচ্ছে ইভোলেট কোম্পানির পনি (Evolet Pony)।

Cheapest Electric Scooter : ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার ইভোলেট পনির স্পেসিফিকেশন, কালার, রেঞ্জ

  • পরিবেশ বান্ধব এই ইলেক্ট্রিক স্কুটার টিতে লিথিয়াম-আয়ন (lithium-ion) ব্যাটারি এবং ওয়াটারপ্রুফ বিএলডিসি (Waterproof BLDC) মোটর দেওয়া হয়েছে যেটি ২৫০ ওয়াট পাওয়ার তৈরি করতে সক্ষম।
  • এই স্কুটার এর সর্বোচ্চ স্পীড হচ্ছে ২৫ কিমি প্রতি ঘণ্টা।
  • এই স্কুটার এর ওজন হচ্ছে ৯০ কেজি।
  • এই স্কুটার এ সিট এর উচ্চতা হচ্ছে ৮০০ এমএম অর্থাৎ ২.৬২ ফুট।
  • এই স্কুটার এর সামনে চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
  • এই স্কুটার টি আপাতত শুধু লাল কালারেই বাজারে উপলব্ধ।
  • একবার ফুল চার্জে এই স্কুটার ৬০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
  • এই স্কুটার টি একবার ফুল চার্জ হতে প্রায় ৭-৮ ঘণ্টা সময় নেয়।

Cheapest Electric Scooter in India : ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার ইভোলেট পনির দাম

ভারতের সবচেয়ে সস্তা ইলেক্ট্রিক স্কুটার (Cheapest Electric Scooter in India) ইভোলেট পনি (Evolet Pony) সাধারনত ২টি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে ইভোলেট পনি ইজেড (Evolet Pony EZ) যার দাম ভারতে ৪১,১২৪ টাকা (এক্স-শোরুম)। আর অন্যটি, ইভোলেট পনি ক্লাসিক (Evolet Pony Classic), যার দাম ৫৫,৭৯৯ (এক্স-শোরুম)। এই ইলেক্ট্রিক স্কুটার সম্বন্ধে আরও জানতে ‘এখানে ক্লিক করুন’