Kia Seltos : ১,৮৩,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে এই গাড়ি কিনলে

Kia এই মিড রেঞ্জ SUV কিনলে মোটা অঙ্কের টাকা ছাড় দিচ্ছে, দেখে নিন বিস্তারিত

Kia Seltos : Kia India তাদের জনপ্রিয় এই মাঝারি আকারের SUV-তে মোট ১,৮৩,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা অফার করছে। এই গাড়িটি Hyundai Creta, Maruti Suzuki Grand Vitara, Skoda Kushaq এবং Volkswagen Taigun-এর প্রতিদ্বন্দ্বী। Kia Seltos এক্স-লাইন ১.৫ ডিজেল AT-তে সুবিধাগুলি দেয়া হচ্ছে, যার দাম ১৯.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Kia Seltos : ইঞ্জিনের স্পেসিফিকেশন

Kia Seltos এক্স-লাইন ১.৫ ডিজেল AT তে একটি ১.৫ লিটার CRDi VGT ডিজেল ইঞ্জিন রয়েছে, যা 116PS সর্বোচ্চ শক্তি এবং 250Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি একটি ৬ স্পীড অটো ট্রান্সমিশন (AT) এর সাথে আসে।

Kia Seltos : বিশেষ ছাড়ের সুবিধা

কার নির্মাতা Kia Seltos এক্স-লাইন ১.৫ ডিজেল AT ভ্যারিএন্টটিতে যে স্পেশাল ছাড় দেওয়া হচ্ছে সেগুলি হল,

  • ৮১,০০০ টাকা পর্যন্ত বীমা সুবিধা।
  • ৬০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট।
  • ১৭,৫০০ টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট।
  • ২৫,০০০ টাকার বিনামূল্যে এক্সেসরিজ।

কিন্তু তার ক্ষেত্রে কিছু শর্তাবলি প্রযোজ্য যেমন, বীমা সুবিধাটি পাওয়ার ক্ষেত্রে সেটি নিরভর করবে ভ্যারিএন্টের ওপর, এক্সচেঞ্জ বেনিফিটটি নির্ভর করবে আপনার পুরনো গাড়ির মডেলের ওপর এবং কর্পোরেট ডিসকাউন্ট টি নির্ভর করবে আপনার কোম্পানির ওপর।

এক কিয়া ডিলারশিপ জানিয়েছেন যে, এই সুবিধাগুলি পেতে গ্রাহকদের ১৫ জুনের মধ্যে বুকিং করতে হবে। রিপোর্ট অনুযায়ী, এই সংস্থা 2023 Kia Seltos Facelift লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে ভারতে লঞ্চ হওয়ার পর এটিই হবে  Kia Seltos এর প্রথম বড় আপডেট। এছাড়া, সমস্ত রকম অটোমোবাইল আপডেট জানতে “এখানে ক্লিক করুন”