Ather 450 Apex : মাত্র 2500 টাকায় বুকিং করুন Ather Energy-র দুর্দান্ত এই স্কুটার, দেখে নিন ফিচারস

Ather Energy তাদের ইলেকট্রিক স্কুটার Ather 450 Apex-এর বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। আপাতত এই মডেলটি কেবলমাত্র ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুকিং করা যাচ্ছে।

Ather 450 Apex : অনেকেই নিত্য নতুন বাইক সম্পর্কে জানতে আগ্রহী থাকেন। আবার কেউ কেউ নতুন বাইক লঞ্চ হলেই কেনার কথা ভাবেন। আপনাদের জন্য রয়েছে নতুন খবর। Ather Energy তাদের ইলেকট্রিক স্কুটার Ather 450 Apex-এর বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। আপাতত এই মডেলটি কেবলমাত্র ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুকিং করা যাচ্ছে।

Ather 450 Apex : মাত্র 2500 টাকায় বুকিং করুন Ather Energy-র দুর্দান্ত এই স্কুটার, দেখে নিন ফিচারস

Ather 450 Apex-এর খুব একটা ডিটেলস এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ব্র্যান্ডের তরফ থেকে কয়েকটি টিজার লঞ্চ করা হয়েছে। তা থেকে বোঝা যাচ্ছে এই মডেলটি Ather Energy-র সব থেকে দ্রুতগামী ভেরিয়েন্ট হতে চলেছে।

Ather 450 Apex-এর অন্যান্য তথ্য

এই মডেলে 4টি রাইডিং মোড থাকতে চলেছে – Eco, Ride, Sport আর Warp+Warp+ সবথেকে নতুন মোড। এটির মাধ্যমেই Arther 450 Apex দ্রুত গতিতে ছুটতে পারবে। অন্যান্য টিজার দেখে বোঝা যাচ্ছে, এই মডেলে Transparent Rear Panel থাকতে চলেছে। আর এতে Orange Sub Frame থাকতে চলেছে। সম্ভবত এই মডেলটির Top Speed 100 kmph পেরিয়ে যেতে পারে।

আরও পড়ুন : Vida V1 : লাগবে না লাখ টাকা, মাত্র 14,590 টাকায় বাড়িতে আনুন Hero-র দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটার

বর্তমানে 450X-এর Top Speed 90 kmph। এই মডেলটি মাত্র 3.3 সেকেন্ডে 0 থেকে 40 kmph পর্যন্ত গতি তুলতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই এই মডেলের দাম জানা যাবে। তবে 450X 3.4 kwh-এর বর্তমান অন রোড প্রাইস 1 লাখ 66 হাজার টাকা। তাই মনে করা হচ্ছে Ather 450 Apex-এর দাম 1 লাখ 80 হাজার টাকা ছুঁতে পারে।

আরো পড়ুন