২৪ বা ২৮ নয়, এবার ভ্যালিডিটি ৩৫ দিন! গ্রাহকদের খুশি করতে নয়া চমক Airtel-এর

৩৫ দিনের Airtel-এর এই সাশ্রয়ী প্ল্যান আপনার মাসিক খরচ অনেকটাই কমিয়ে দিতে পারে

Airtel কিংবা জিও বা ভোডাফোন, এতদিন মাসিক প্ল্যান বলতে আমরা ২৪ দিন বা ২৮ দিনের মেয়াদকেই বুঝি। তবে এই প্রথমবার ভারতী এয়ারটেল নিয়ে এলো ৩৫ দিনের বৈধতার সাথে মাসিক প্ল্যান। অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় এটি একটি বিশেষ ধরনের প্ল্যান। এয়ারটেল ৩৫ দিনের বৈধতার সাথে একটি রিচার্জ প্ল্যান অফার করা প্রথম কোম্পানি হয়ে উঠেছে। এর প্রতিযোগীদের কারোরই গ্রাহকদের জন্য এমন কোন প্যাক নেই। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই প্ল্যানের বিস্তারিত।

Airtel-এর ৩৫ দিনের প্ল্যান

Airtel ২৮৯ টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে যার বৈধতা ৩৫ দিনের। গ্রাহকরা এসএমএস এবং কলিং সহ সুবিধা পাবেন। এই প্ল্যানে সারা দেশজুড়ে আনলিমিটেড ভয়েস কলিং-এর সাথে ৩০০টি এসএমএস-এরও সুবিধা রয়েছে। এতে ৪ জিবি ডেটারও সুবিধা থাকবে।

এই নতুন ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হতে পারে যাদের বেশি ডেটার প্রয়োজন হয়না। যদি আপনার বাড়িতে ওয়াইফাই থাকে বা আপনি শুধুমাত্র কলিং এবং এসএমএস-এর সুবিধা পেতে রিচার্জ করেন, তাহলে ২৮৯ টাকার এই প্ল্যানটি আপনার জন্য খুবই লাভজনক হতে পারে।