Whatsapp Account Banned: 2023 সালের এপ্রিলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, Whatsapp প্রায় ৭৪ লাখ Whatsapp Account Banned করলো। সোশাল মিডিয়া প্লাটফর্ম গুলির মধ্যে Whatsapp একটি জনপ্রিয় অ্যাপ। যতো দিন যাচ্ছে এই অ্যাপের ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে বেড়ে চলেছে প্রতারকদের দাপট। তাই ইউজারদের নিরাপত্তা এবং এই প্ল্যাটফর্মের অপব্যবহার করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
Whatsapp কি পদক্ষেপ নিয়েছে ?
2023 সালের এপ্রিলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, Whatsapp প্রায় ৭৪ লাখেরও বেশী ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছে। যার মধ্যে প্রায় 2,469,700টি অ্যাকাউন্ট ইউজারদের থেকে কোনো রকম অভিযোগ পাওয়ার আগেই ব্যান করেছে এই সংস্থা।
এর আগেও হোয়াটসঅ্যাপ প্রায় ৪৭ লাখ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছিলো মার্চ মাসে। কিন্তু এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে এপ্রিল মাসে। হোয়াটসঅ্যাপ ৪৩৭৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলো তার মধ্যে ২৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।
Whatsapp Account Banned করার কারন কি ?
প্রতারকরা নতুন নতুন নাম্বার ব্যাবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ওপেন করে। এই অ্যাকাউন্ট গুলি থেকে ইউজারদের স্প্যাম কল এবং মেসেজ করতে থাকে, যার শিকার হয়েছে বহু ইউজার। Whatsapp প্রায় এই স্প্যামের রিপোর্ট পেয়ে থাকে। তাই ইউজারদের সুরক্ষার তাগিদে এই সংস্থা সক্রিয় ভাবে পদক্ষেপ গ্রহণ করে প্রতারকদের অ্যাকাউন্ট ব্যান করেছে।
Whatsapp তাদের ইউজার অভিজ্ঞতা বাড়াতে এবং নিরাপত্তার জন্ন্য একের পর এক ফিচার এনে চলেছে। যার মধ্যে জনপ্রিয় ফিচার হলো চ্যাট লক। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রাইভেসি আরও বেশি করে বজায় থাকবে। শুধু তাই নয় এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে যাবতীয় তথ্য।
Whatsapp চ্যাট লক ফিচার অন করবেন কি করে ?
- প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করুন আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসে।
- এরপর আপনার প্রয়োজন মতো চ্যাট বা গ্রুপ ওপেন করে নিন, যা আপনি লক করতে চাইছেন।
- এরপর চ্যাট বক্সের উপরে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
- পরবর্তী পর্যায়ে নিচের দিকে দেখুন চ্যাট লক ফিচারটি দেখতে পাবেন।
- এরপর চ্যাট লক ফিচারটিতে ক্লিক করুন।
- ক্লিক করার পর, পাসওয়ার্ড বা বায়োমেট্রিক ব্যাবহার করে ফিচারটি অন করে দিন।